এবার ভিনিসিউসের পক্ষে সরব সাংবাদিকরা
ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে করা বর্ণবাদী আচরণের প্রতিবাদে উত্তাল ফুটবল দুনিয়া। ফুটবলে এমন ঘটনা এবারই প্রথম নয়। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসের সঙ্গেও এবারই প্রথম ঘটেনি এমন দুঃখজনক ঘটনা। চলতি মৌসুমেই এ নিয়ে পাঁচবার বর্ণবাদের শিকার হয়েছেন এই ফরোয়ার্ড। তবে ক্লাবের কোচ-সতীর্থ থেকে শুরু করে সবাইকেই পাশে পেয়েছেন তিনি।
এবার ভিনিসিয়াস জুনিয়রের পাশে দাঁড়ালেন ক্রীড়া ব্যক্তিত্ব ও সাংবাদিকরা। তারা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। নিজেদের মতামত তুলে ধরছেন। এমনটি জানিয়েছে জনপ্রিয় স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
গতকাল সোমবার (২২ মে) প্রকাশিত মার্কার একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়া সাংবাদিকরা বলেছেন, “দুর্ভাগ্যবশত এটি প্রথমবার নয়। ভিনিসিয়াসের বিষয়টি ভীষণ দুঃখজনক। এর সাক্ষী হয়েছে গোটা ফুটবল দুনিয়া।”
ক্রীড়া বিষয়ক ইতালিয়ান ওয়েবসাইট স্পোর্টস মিডিয়াসেটের সাংবাদিক ম্যাসিমো ক্যালিগারি বলেন, “এটি লজ্জাকর। সম্প্রতি ইতালিতে লুকাকু ও ভ্লাহোভিচ একই ঘটনার শিকার হয়েছে। অল্প সংখ্যক লোক আছে, যাদের কাজই হচ্ছে খেলাটাকে নষ্ট করা, অন্যকে ছোট করা।”
ব্রাজিলের গ্লোব পোর্টালের সাংবাদিক মার্টিন ফার্নান্দেজ বলেন, “ভিনির সঙ্গে যা হয়েছে তা সন্ত্রাসী হামলার সমতুল্য। এটি একইসঙ্গে দুঃখজনক ও বিরক্তিকর। রেফারি ও লা লিগা কর্তৃপক্ষকে বিষয়টি আমলে নিয়ে পদক্ষেপ নিতে হবে।”
ইংলিশ গণমাধ্যম দ্য মিররের সাংবাদিক কলিন মিলার বলেন, “ভিনিসিয়াসের ঘটনাটি চোখে আঙুল দিয়ে লা লিগার অবস্থা দেখিয়ে দিয়েছে, যা ক্লাব ও লিগ উভয়ের জন্যই লজ্জার বিষয়।”
এর আগে এই ঘটনায় ভিনিসিয়াস পাশে পেয়েছেন রোনালদিনহো থেকে শুরু করে নেইমার-এমবাপ্পেদের।