ভিনিসিউস হয়ে জিতল রিয়াল মাদ্রিদ
ভিনিসিউস জুনিয়রের বর্ণবাদ ইস্যুতে এবার জোরাল প্রতিবাদ জানাল পুরো রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়োকানোর বিপক্ষে দলের সবাই ভিনিসিউসের পাশে দাঁড়িয়ে জার্সি পরেন। যেখানে লেখা—‘আমরা সবাই ভিনিসিয়ুস, অনেক হয়েছে’।
শুধু তাই নয়, সমার্থরাও পাশে দাঁড়িয়েছে ভিনির। সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম ভর্তি সমার্থকদের হাতে ছিল—‘ভিনি, তুমি একা নও। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা তোমার সঙ্গে আছি।’
ভিনিসিউসময় ম্যাচটিতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদও। ঘরের মাঠে রায়ো ভায়োকানোর বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। দলের হয়ে জালের দেখা পান করিম বেনজেমা ও রদ্রিগো।
ভালেন্সিয়া ম্যাচের লাল কার্ড প্রত্যাহার করে নেওয়া হলেও ভিনিসিউসকে বেঞ্চে রেখেই এদিন একাদশ সাজান রিয়াল কোচ। হালকা চোট থাকায় বদলি হিসেবেও নামানো হয়নি তাকে। তবে ভিনি না নামলেও তার জার্সিতে মাঠে নেমেছেন সতীর্থরা। ম্যাচ শুরুর আগে একবার মাঠেও আসেন ভিনি। তখন করতালিকে ভিনিকে সমর্থন জানায় পুরো সান্তিয়াগো বার্নাব্যু।
এমন ম্যাচে জয় নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। ৩৬ ম্যাচে ৭৪ পয়েন্ট তাদের। ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ অবশ্য রিয়ালের চেয়ে কম খেলেছে এক ম্যাচ। আগেই শিরোপা জেতা বার্সেলোনার ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট।