ভারত যাচ্ছেন পাপন, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত
আগামী রোববার (২৮ মে) ফাইনাল দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম আসরের পর্দা নামছে। ফাইনাল দেখার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বোর্ড প্রধানরা। সেখানেই আসন্ন এশিয়া কাপ নিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
আজ বৃহস্পতিবার (২৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সদস্য সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ বলেন, ‘এখন আইপিএল নিয়ে ব্যস্ত আছি। প্রতিযোগিতার ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের।’
এশিয়া কাপ নিয়ে ভারত ও পাকিস্তান বোর্ডের আলোচনা চলছে। পাকিস্তান আয়োজক হওয়ায় পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয় ভারত। তাই এশিয়া কাপ কোথায় হবে সেই নিয়েও থামছে না আলোচনা। জানা গেছে, আইপিএলের ফাইনালে তিন বোর্ড প্রধানকে নিয়ে জয় শাহর সঙ্গে বৈঠক হবে। এই বৈঠকেই মূলত এশিয়া কাপের ভাগ্য নির্ধারিত হতে পারে।
রোববার আইপিএলের ফাইনাল। আহমেদাবাদে হবে সেই ম্যাচ। চেন্নাই সুপার কিংস ইতোমধ্যেই ফাইনালের টিকেট নিশ্চিত করেছে। মহেন্দ্র সিংহ ধোনির দলের বিপক্ষে কারা খেলবে তা জানা যাবে শুক্রবার (২৬ মে)। সে দিন আহমেদাবাদে খেলবে গুজরাত টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুই দলের মধ্যে যে জিতবে তারা খেলবে ফাইনালে।