বাইক চালিয়ে সমালোচনার মুখে তারকা ক্রিকেটার
বিশ্বজুড়ে অনেক ক্রিকেটারেরই বাইকপ্রীতির কথা জানা যায়। ভারতের মহেন্দ্র সিং ধোনি কিংবা বাংলাদেশের মাশরাফি বিন মোর্ত্তজারা সময় পেলেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন। তাদের কালেকশনেও বাহারি মডেলের সব বাইক। এবার সামনে এসেছে পাকিস্তানি তারকা ক্রিকেটার বাবর আজমের বাইকপ্রীতির বিষয়টি।
সাম্প্রতিক সময়ের মাঠের পাশাপাশি মাঠের বাইরের নানান ইস্যুতে আলোচনায় বাবর আজম। ক’দিন আগেই বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় বিপাকে পড়তে হয় তাকে। এবার দ্রুতগতিতে বাইক চালিয়ে ভক্ত-সমর্থকদের তোপের মুখে পড়েছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
গতকাল বৃহস্পতিবার (২৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার বাইক চালানোর একটি ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন বাবর। সেখানে দেখা যাচ্ছে, লাহোরের রাস্তায় রীতিমতো গতির ঝড় তুলছেন তিনি। যদিও নিয়ম মেনেই চালাচ্ছেন। সেফটি হিসেবে মাথায় হেলমেটও আছে। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগমুহূর্তে ঝুঁকি নিয়ে বাবরের বাইক চালানো দেখে মুগ্ধ হওয়ার চেয়ে সমর্থক-অনুরাগীদের দুশ্চিন্তাটাই হচ্ছে বেশি। সমালোচনা করতেও ছাড়েননি কেউ কেউ।
একজন ভক্ত এমনকি লিখেছেন যে, এই স্টান্টের জন্য বাবরকে তার অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত, কারণ এই স্টান্টটি দেখায় যে তিনি কতটা দায়িত্বজ্ঞানহীন।
পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম তাঁর দেশের সুপারস্টার, প্রতিটি তরুণ খেলোয়াড় বাবরের মতো হওয়ার স্বপ্ন দেখেন। এর পাশাপাশি ভক্তরা সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তান অধিনায়ককে প্রচুর ভালোবাসা দেন। অন্যদিকে এই খেলোয়াড়ও তাঁর বিভিন্ন পোস্টের মাধ্যমে ভক্তদের খুশি রাখে।