বৃষ্টির বাগড়ায় রিজার্ভ ডেতে হবে আইপিএলের ফাইনাল
পূর্বাভাস আগে থেকেই ছিল। ম্যাচ বৃষ্টিতে ভেসে যাবার একটা সম্ভাবনা ছিল। তবে আম্পায়াররা চেয়েছিলেন ম্যাচটা আজই যেন হয়। বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ক্রিকেট মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম তৈরি ছিল চ্যাম্পিয়নকে বরণ করে নিতে। প্রস্তুত ছিল ফাইনালের দুদল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। কিন্তু বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি। এমনকি টসও হয়নি। ফলে খেলা অনুষ্ঠিত হবে আজ সোমবার (২৯ মে)।
গতকাল রোববার (২৮ মে) বৃষ্টির অবস্থা অনুযায়ী, খেলা যদি বাংলাদেশ সময় ১০টা ৫ মিনিটের মধ্যে মাঠে গড়াতে পারত, তাহলে কোনো ওভার কাটা ছাড়াই পুরো ম্যাচ অনুষ্ঠিত হত। তখনও বৃষ্টি চলতে থাকায় আম্পায়ররা অপেক্ষা করেছেন সাড়ে ১১টা পর্যন্ত। বাংলাদেশ সময় রাত ১২টা ২৬ মিনিটেও যদি খেলা হতে পারত, তখন ম্যাচ নেমে আসত পাঁচ ওভারে।
কিন্তু কোনোটিই না হওয়াতে শেষ পর্যন্ত রোববার ম্যাচ স্থগিত করতে বাধ্য হয় ম্যাচ অফিশিয়ালরা। ফলে আজ সোমবার রাত ৮টায় শিরোপা ধরে রাখার মিশনে চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামবে গুজরাট। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির সম্ভাব্য শেষ আইপিএল শিরোপা পুনরুদ্ধার করেই রাঙাতে চায় চেন্নাই।