ভক্তদের সুখবর দিলেন ধোনি
একটা স্মরণীয় বিদায়ের জন্য যা প্রয়োজন সব উপলক্ষই ছিল আহমেদাবাদে। জমজমাট ফাইনাল শেষে চ্যাম্পিয়নও হয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচ শেষে যখন মাইক্রোফোন হাতে ক্যামেরার সামনে ধরা দেন মহেন্দ্র সিং ধোনি তখন চিৎকারে মেতে ওঠে ভক্তরা। মনে হয়েছিল, হয়তো তখনই অবসরের ঘোষণা দেবেন মাহি। কিন্তু না, অবসর নয় বরং ভক্তদের সুখবর দিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।
আইপিএলের ফাইনাল শেষে সবার প্রিয় ধোনি ঘোষণা দিলেন, চেন্নাইয়ের সমর্থক আর তাঁর নিজের ভক্তদের জন্য আরও একটা মৌসুম আইপিএলে খেলে যেতে চান। তবে সবকিছুই ছেড়ে দিয়েছেন ফিটনেসের ওপর। মানে নিজে খেলে যেতে চাইলেও থাকছে শরীরের যদি-কিন্তুর নির্ভরতা।
আহমেদবাদে ফাইনাল শেষে গতকাল দিবাগত রাতে ধারাভাষ্যকার হার্শা ভোগলে জানতে চাইলেন, এটাই কি শেষ আইপিএল?
জবাবে মাহি বললেন, ‘অবসর ঘোষণা করার জন্য এটাই সেরা সময়। এখন সবচেয়ে সহজ হচ্ছে সবাইকে ধন্যবাদ দিয়ে অবসর নেওয়া। কিন্তু কঠিন কাজটা হচ্ছে, আগামী নয় মাস কঠোর পরিশ্রম করে আরেকটা মৌসুম খেলার চেষ্টা করা। যে ভালোবাসা আমি চেন্নাইয়ের সমর্থকদের কাছ থেকে পেয়েছি, আরও এক মৌসুম খেললে তাদের জন্য আমার পক্ষ থেকে একটা উপহার দেওয়া হবে।’
ক্রিকেট মাঠে ধোনিকে খুব একটা আবেগি দেখা যায় না। ক্যাপ্টেন কুল খ্যাত ধোনি সবসময়ই শান্ত থাকার চেষ্টা করেন। তবে আহমেদাবাদে কাল যে ভালোবাসা পেয়েছেন তা ছুঁয়ে গেছে তাকে। আইপিএলের সবসেচে সফল অধিনায়ক বলেছেন, ‘আসলে আবেগপ্রবণ হওয়াটাই স্বাভাবিক, এটাই আমার ক্যারিয়ারের শেষ অংশ। এখান থেকেই সব শুরু হয়েছিল, পুরো গ্যালারি আমার নামে স্লোগান দিয়েছে। তখন আমার চোখ ছলছল করছিল। চেন্নাইতে এমনটাই হয়েছিল। কিন্তু আরও এক মৌসুম তাদের জন্য যতটা পারি খেলতে পারলে ভালো হবে।’