এবার বেনজেমায় চোখ সৌদি ক্লাবের
ক্রিস্টিয়ানো রোনালদো ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর স্প্যানিশ ক্লাবটির সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠেন করিম বেনজেমা। রোনালদোর ছায়ায় থাকা বেনজেমা নিজেই হয়ে ওঠেন গাছ। মাদ্রিদের নেতা হিসেবে গড়ে তোলেন নিজেকে। প্রাপ্তির মুকুটে যোগ হয় ব্যালন ডি অর।
প্রতি মৌসুমের শেষের দিকেই একটা আলোচনা ওঠে, মাদ্রিদ ছাড়বেন বেনজেমা। শেষ পর্যন্ত তা আর হয় না। রিয়াল মাদ্রিদের ফরাসি এই তারকার গায়ে এক বিলিয়ন ডলারের ট্যাগ লাগিয়ে দিয়েছিল মাদ্রিদ। যাতে তাকে কেউ ছিনিয়ে নিতে না পারে।
কিন্তু, এবার সম্ভবত বেনজেমা নিজেই থাকতে চাইছেন না। জুনেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হবে তার। মাদ্রিদ চুক্তি নবায়ন করতে প্রস্তুত থাকলেও বেনজেমা সময় নিচ্ছেন। পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দেবেন বলে জানান তিনি।
কারণ হিসেবে জানা যায়, সৌদি প্রো লিগের দল আল-ইত্তিহাদ বেনজেমাকে বার্ষিক ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। পাশাপাশি বোনাস ও বাড়তি সুবিধা তো আছেই। এমনটিই জানিয়েছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফেব্রিজিয়ো রোমানো।
আজ বুধবার (৩১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ প্রসঙ্গে একটি পোস্ট করেন রোমানো। যাতে তিনি লিখেন, “বেনজেমাকে দেওয়া ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবের জবাব বেনজেমার কাছ থেকে খুব শিগগিরই চায় আল-ইত্তিহাদ। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে এ বিষয়ে জানানোর পর মাদ্রিদও চায় বেনজেমা নিজের সিদ্ধান্ত দ্রুত জানাক।”