দামি ক্লাবের তালিকায় শীর্ষে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কোথায়?
ইউরোপীয় ফুটবলে রাজত্ব করা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে দামি ক্লাবগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে। মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে রিয়ালের বাজারমূল্য ৬ দশমিক শূন্য ৭ বিলিয়ন মার্কিন ডলার।
দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ফোর্বসের বিচারে ম্যানচেস্টার ইউনাইটেডের ভ্যালু ছয় বিলিয়ন ডলার, যা গতবারের চেয়ে ৩০ শতাংশ বেড়েছে। এই তালিকার তিনে আছে বার্সেলোনা। সম্প্রতি লা লিগার শিরোপা জিতে দারুণ ছন্দে আছে কাতালান ক্লাবটি। এ মৌসুমে তাদের ভ্যালু দাঁড়িয়েছে ৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার। দামি ফুটবল দলের তালিকার চারে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। ৫ দশমিক ২৯ বিলিয়ন ডলার ভ্যালু নিয়ে ছাড়িয়ে গেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে। পাঁচে আছে সিটিজেনরা। ৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার মূল্য দাঁড়িয়েছে ক্লাবটির। এছাড়াও এই তালিকার ছয় ও সাতে আছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফরাসি ক্লাব পিএসজি। মেসিদের ক্লাবের ভ্যালু ৪ দশমিক ২১ বিলিয়ন ডলার। অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে চেলসি, টটেনহ্যাম ও আর্সেনাল।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, ‘স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ সর্বশেষ ৯টি চ্যাম্পিয়ন্স লিগের পাঁচটিতে ফাইনাল খেলেছে এবং প্রতিটি জিতেছে। এছাড়া সিক্স স্ট্রিট ও লিজেন্ডসের সঙ্গে ২০ বছরের চুক্তির কারণে তাদের রেভিনিউ বিপ্লব ঘটেছে।’