সৌদি যাওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন বেনজেমা
লিওনেল মেসি-রোনালদোর পর এবার রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাকে লোভনীয় প্রস্তাব সৌদি ক্লাবের। বিভিন্ন গণমাধ্যমের সূত্র মতে, ক্লাবটির নাম আল ইত্তিহাদ।
ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসেরকে পেছনে ফেলে সদ্য শেষ হওয়া মৌসুমে প্রো লিগের শিরোপা জেতে আল ইত্তিহাদ। সেই ক্লাবই নাকি চাচ্ছে বেনজেমাকে। এমনকি বেনজেমাও নাকি ক্লাবটির প্রস্তাবে রাজি—এমন গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছিল। অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন বেনজেমা নিজেই। একটু কৌশলে উত্তর দিয়ে জানালেন, ইন্টারনেট আর বাস্তবতা এক নয়।
মাদ্রিদে গতকাল বৃহস্পতিবার স্প্যানিশ স্পোর্টস পাবলিকেশনের আয়োজনে ‘মার্কা লেজেন্ড প্রাইজ’ সম্মানে ভূষিত করা হয় বেনজেমাকে। ওই অনুষ্ঠানেই বেনজেমাকে জিজ্ঞেস করা যায়, রিয়াল মাদ্রিদে থাকছেন কি না তিনি। জবাবে বেনজেমা বলেছেন, ‘শনিবার আমাদের খেলা আছে (লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে), কালকে আমাদের ট্রেনিং সেশন… তো, এই মুহূর্তে আমি তো মাদ্রিদেই।’
বেনজেমার এই মন্তব্যতে আসলে ধোঁয়াশার থেকেই যায়। তাই আবরও প্রশ্ন করা হয় ভবিষ্যৎ নিয়ে। তখন রিয়াল মাদ্রিদ তারকা বলেন, ‘ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হবে কেন? আমি তো রিয়াল মাদ্রিদেই আছি। এটা তো বদলায়নি। ইন্টারনেটে যা বলাবলি হয়, বাস্তবতা তা থেকে ভিন্ন।’