সমালোচনা গায়ে না মেখে রানে মনোযোগী মুশফিক
বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মুশফিকুর রহিম। ব্যাট হাতে হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসার জায়গা। ১৯ বছর ধরে ক্রিকেট খেলছেন। দীর্ঘ সময়ে তার এই অভিজ্ঞতা কাজে দেবে আসন্ন বিশ্বকাপে। নিজেকেও সেভাবে তৈরি করছেন তিনি। তাকে ডাকা হয় বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল।
যদিও লম্বা এই সময়ে ভালো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে মুশফিককে। কদিন আগেও তাকে নিয়ে সমালোচনা ঝড় বইছিল। তিনি নিজেও সেসবে ক্লান্ত হয়ে পড়েছিলেন। মাঠের ক্রিকেটে নেতিবাচক প্রভাব তো পড়েছেই।
এনটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সমালোচনা ও সমালোচকদের নিয়ে মুশফিক বলেন, ‘এশিয়াতে ক্রিকেটের যে রকম ক্রেজ, তো এটা স্বাভাবিক। সবার প্রত্যাশা বেশি থাকে। আবার একই সময়ে আপনাকে এটাও ভাবতে হবে, একজন খেলোয়াড় সবসময় ভালো খেলবে না। আমার কাছে মনে হয়, বাস্তবতাটা সবার মেনে নেওয়া উচিত। সেটি মেনে প্রাসঙ্গিক সমালোচনা করা যেতেই পারে। অবশ্য, একটা দল সবসময়ই থাকবে, যারা অহেতুক সমালোচনা করবে। সেগুলো এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিই।’
ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন মুশফিকুর রহিম। সামনে আফগানিস্তান সিরিজ। আছে এশিয়া কাপ। অক্টোবরে বিশ্বকাপ। সে প্রসঙ্গে মুশফিক বলেন, ‘বিশ্বকাপের এখনও পাঁচ মাস বাকি। এর আগে আফগানিস্তান সিরিজ আছে। ওরা খুবই শক্তিশালী। এরপর এশিয়া কাপ আছে, নিউজিল্যান্ড সিরিজ আছে। এই সিরিজগুলোতে যদি আমি ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি, তাহলে বিশ্বকাপের জন্য আমার একটা ভালো প্রস্তুতি হবে।’
মুশফিক ছন্দে থাকলে লাভটা তো দেশের ক্রিকেটেরই। অক্টোবরের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে সবারই প্রত্যাশা আকাশচুম্বী। চলতি বছর ওয়ানডেতে বাংলাদেশের ফর্মও তো ইঙ্গিত দিচ্ছে ভালো কিছুর।