ম্যানইউকে উড়িয়ে এফএ কাপের শিরোপা জিতল ম্যানসিটি
ইউরোপের ক্লাব ফুটবলে ট্রেবল জয় পরম আরাধ্য বটে। একমাত্র ক্লাব হিসেবে যে কীর্তি আছে শুধু ম্যানচেস্টার ইউনাইটেডের। তাও ১৯৯৮-৯৯ মৌসুমে। এরপর কেটে গেছে ২৪ বছর। এবার সেই কীর্তি ছোঁয়ার দ্বারপ্রান্তে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ম্যানইউকে হারিয়ে সপ্তম বারের মতো এফএ কাপের শিরোপা ঘরে তুলেছে ক্লাবটি। এ নিয়ে ইউরোপের ক্লাব ফুটবলে পরপর দুটি জয় উঠল তাদের ঝুলিতে। ট্রেবল জয়ের পথে বাকি থাকল একটি। আর সেটিও নির্ধারণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি।
আজ শনিবার (৩ জুন) ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে পেপ গার্দিওলার দলের জয় ২-১ গোলে। সিটিজেনদের হয়ে দুটি গোল করেন ইকাই গুন্দোগান আর ম্যানসিটির হয়ে একমাত্র গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ।
ম্যানচেস্টার ডার্বিতে এর আগেও অনেকবার মুখোমুখি হয়েছিল ম্যানসিটি-ম্যানইউ। তবে, এবারের লড়াইয়ের গুরত্বটা বাড়তি। কারণ, এবার যে এফএ কাপের ফাইনাল। এর আগে কখনোই এফএ কাপের ফাইনালে দেখা হয়নি এই দুই দলের।
প্রিমিয়ার লিগের শিরোপা জিতে দুর্দান্ত ফর্মে থাকা ম্যানসিটি ম্যাচের একেবারে প্রথম মিনিটেই এগিয়ে যায়। ম্যাচের ১৪ সেকেন্ডের মাথায় দলকে এগিয়ে নেন ইকাই গুন্দোগান। ডি বক্সের ২৫গজ দূর থেকে গুন্দোয়ানের মাপা শটে পরাস্থ হন ম্যানইউ গোলরক্ষক ডি গিয়া। এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি। যা এফএ কাপ ফাইনাল ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড।
ম্যাচের ১৬তম মিনিটে গোলের সুবর্ন সুযোগ পেয়েছিলেন আর্লিং হলান্ড। গুন্দোয়ানের বাড়ানো বলে ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি হলান্ড। এরপর ম্যাচের ৩১তম মিনিটে সমতায় ফেরে রেড ডেভিলরা। ডি-বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে হাতে লাগে জ্যাক গ্রিলিশের।
পরবর্তীতে ভিএআর দেখি পেনাল্টির সিদ্ধান্ত দেয় রেফারি। ম্যানইউর হয়ে পেনাল্টি নেন ব্রুনো ফার্নান্দেজ। দলকে এগিয়ে নিতে ভুল করেননি ব্রুনো। তার গোলে ম্যাচে ফিরলেও সিটির একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় ম্যানইউর রক্ষণভাগ। বাকি সময়ে আর গোল না হওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতি শেষে ফিরেই আক্রমণের চাপ আরও বাড়ায় গার্দিওলার দল। যার ফল পেতেও খুব বেশি সময় লাগেনি। ম্যাচের ৫১তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় সিটিজেনরা। এবার ত্রাতার ভূমিকায় গুন্দোগান। বাম পায়ের ভলিতে দলের ব্যবধান বাড়ান তিনি। তার এই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি।
এরপর ম্যাচের বাকি সময়ে দুই দলই দুর্দান্ত সব আক্রমণ করলেও কেউই আর গোলে মুখ দেখেনি। শেষমেশ ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানসিটি। ট্রেবল জয়ে এখন আর একটি ম্যাচ জিততে হবে সিটিজেনদের। যেখানে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। ১০ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টারকে হারাতে পারলে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতবে ম্যানচেস্টার সিটি।