দুই ঘণ্টায় শেষ আটে জকোভিচ, টিকেট পেলেন আলকারাজও
ফেভারিট হয়েই চতুর্থ রাউন্ডের লড়াইয়ে কোর্টে নেমেছিলেন নোভাক জকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে সার্বিয়ান তারকার সামনে দাঁড়াতেই পারলেন না হুয়ান পাবলো ভারিয়াস। মাত্র দুই ঘণ্টায় পেরুর প্রতিনিধিকে উড়িয়ে শেষ আটে উঠলেন জকোভিচ।
মাত্র ১ ঘণ্টা ৫৭ মিনিটের ম্যাচে পাবলোকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন জকোভিচ।
অন্যদিকে রোলাঁ গারোয় টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকাও নিশ্চিত করলেন শেষ আটের টিকেট। ১৭ বাছাই ইতালির লোরেঞ্জো মুসেত্তিকে হারালেন পুরুষদের শীর্ষ বাছাই তারকা আলকারাজ।
চতুর্থ রাউন্ড স্ট্রেট সেটে জিতে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন আলকারাজ। রোলাঁ গারোজে দাপট দেখালেন তিনি। খেলার ফল তাঁর পক্ষে ৬-৩, ৬-২, ৬-২।
গতকাল পুরুষ এককে দিনের আরেক ম্যাচে জিতেছেন স্টেফানোও। তিনি জিতেছেন অফনারের বিপক্ষে। অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড়কে ৭-৫, ৬-৩ ও ৬-০ গেমে হারিয়েছেন স্টেফানো। মেদভেদেভ ছাড়া পুরুষ এককের তিন তারকাই এবার উঠেছেন ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে। শুধুমাত্র অঘটন ঘটিয়ে প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা মেদভেদেভ।