চাকরি হারালেন পিএসজি কোচ গালতিয়ের
সময়টা ভালো যাচ্ছে না ফরাসি ক্লাব পিএসজির। বাজে ফর্মের পাশাপাশি ক্লাবটির খেলোয়াড়রা মাঝেমধ্যেই জড়িয়ে পড়ছেন দ্বন্দ্বে। চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় কোচ ক্রিস্টোফার গালতিয়েরের ক্লাবে থাকা নিয়ে ছিল সংশয়। এবার সেই শঙ্কা সত্যি করে বরখাস্ত হলেন ৫৬ বছর বয়সী এই কোচ।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা নিয়ে মৌসুম শুরু করেছিল লিগ ওয়ান জায়ান্ট পিএসজি। তবে, শেষ ষোলোই পেরোতে পারেনি গালতিয়েরের দল। লিগ শিরোপা জিতে মৌসুম শেষ করতে হয়েছে এই ফরাসি কোচকে। লম্বা সময়ের চুক্তি থাকলেও এমন হতাশাজনক পারফরম্যান্সে চাকরিটা হারাতে হয়েছে গালতিয়েরকে। পিএসজির ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পোস আজ মঙ্গলবার (৬ জুন) ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গালতিয়েরকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানিয়েছেন।
একইসঙ্গে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে যোগ দেবেন বায়ার্ন মিউনিখের সাবেক কোচ লিয়াম নাগেলসম্যান।
বরখাস্ত হওয়ার আশঙ্কা আগেই বুঝতে পেরেছিলেন গালতিয়ের। তাই কিছুদিন আগে জানিয়েছিলেন, পিএসজিতে তার দ্বিতীয় মৌসুম কাজের সুযোগ পাওয়া প্রাপ্য। তবে, তার সেই চাওয়া আর পূরণ হলো না।
২০২২ সালের ৫ জুলাই পিএসজিতে যোগ দিয়েছিলেন গালতিয়ের। এক মৌসুম শেষ হয় হতে না হতেই চাকরি হারালেন তিনি। তার কোচিংয়ে ২০২২-২৩ মৌসুমে লিগ শিরোপা জিতেছেন মেসি-নেইমার-এমবাপে। মূলত চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে সমালোচনায় পড়ে গালতিয়ের। গত মৌসুমে দুই বছরের চুক্তিতে পিএসজিতে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন গালতিয়ের।