টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস জিতে বোলিংয়ে ভারত
ভারত-অস্ট্রেলিয়া দুদলেরই ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। নেই শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের গৌরব। এবার শক্তিশালী এই দুই দলের সামনে সুযোগ প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলার। সেই লক্ষ্যে ইংল্যান্ডের ওভালে ফাইনালে অসিদের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে আইসিসির কোনো ট্রফি জিততে পারেনি ভারত। গতবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ফিরতে হয়েছে খালি হাতে। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই আক্ষেপ ঘোচানোর দারুণ সুযোগ টিম ইন্ডিয়ার। ছেড়ে কথা বলতে নারাজ অসিরাও। ভারতকে হারিয়ে দুই বছরের জন্য পেতে চায় টেস্ট শ্রেষ্ঠত্বের মুকুট।
কোহলি-রোহিতরা দেশের মাটিতে সাদা পোশাকে আধিপত্য দেখালেও বিদেশের মাটিতে পরিসংখ্যান খুব একটা স্বস্তিদায়ক নয়। এর ওপরে ইংল্যান্ডের কন্ডিশনে অস্ট্রেলিয়ার অতীত পরিসংখ্যান ভারতের জন্য চিন্তার কারণ। তবে প্রায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রায় ২ সপ্তাহের মতো সময় পেয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। ফাইনালে যে দল জিতবে আগামী দু’বছরের জন্য টেস্ট শ্রেষ্ঠত্বের তকমার সঙ্গে পাবে ১৬ লাখ ডলার প্রাইজ মানি, যেখানে পুরো ফাইনালে দু’দলের মোট পুরস্কার ২৫ লাখ ডলার।
ওভালের কন্ডিশন বিবেচনায় রেখে একাদশে সুযোগ পাননি ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশানে, স্টিভেন স্মিথ, ট্রাবিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স , নাথায় লায়ন ও স্কট বোল্যান্ড।