টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইমরুল কায়েস
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনাল শুরু হয়েছে আজ বুধবার (৭ জুন)। লন্ডনের দি ওভালে মুখোমুখি হয়েছে দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া। ভারতের এটি টানা দ্বিতীয় ফাইনাল। আর অস্ট্রেলিয়ার প্রথম। টেস্ট মানেই রাজসিকতা। কার হাতে উঠবে রাজদণ্ড, সেটি জানা যাবে ম্যাচ শেষে। এর আগে জমজমাট এক ফাইনালই আশা করছে ক্রিকেটপ্রেমীরা।
ফাইনাল উপভোগ করতে ইংল্যান্ডে উড়ে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস। ওভালে ফাইনালের প্র্রথম দিন মাঠে উপস্থিত আছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে আজ দুটি ছবি পোস্ট করেন কায়েস। ওভালের মেম্বারস প্যাভিলিয়নে দাঁড়িয়ে ছবিগুলো দিয়ে ক্যাপশনে ফাইনাল ম্যাচ দেখার কথা জানান দেন বাংলাদেশের এই ব্যাটার।
চলতি জুনের ১৪ তারিখ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। দলে নেই কায়েস। ফুরফুরে মেজাজেই তাই বিভূঁইয়ে উপভোগ করছেন টেস্ট শ্রেষ্ঠত্বের লড়াই।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে হেরে আগে ব্যাট করছে অস্ট্রেলিয়া। ঘাসের উইকেটে চার পেসার নিয়ে নামা ভারত প্রথম ইনিংসের প্রথম সেশনে স্বস্তিতে থাকলেও দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে অসিরা।