সৌদি-বার্সা নয়, মেসির নতুন ঠিকানা মায়ামি
লিওনেল মেসির দলবদল নিয়ে রোমাঞ্চ যেন শেষই হচ্ছে না। একেকদিন একেক ক্লাবে যাওয়ার জোর গুঞ্জন ওঠে। পর মুহূর্তেই আবার তা মিথ্যা প্রমাণিত হয়। দল বদলের বাজারে সর্বশেষ তথ্য, মেসি যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। এমনটিই জানালেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানো।
আজ বুধবার (৭ জুন) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন রোমানো। সেখানে তিনি জানান, মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির চুক্তি সম্পন্ন হয়ে গেছে। কয়েক ঘণ্টার মধ্যে মেসি নিজেই সেটি জানাবেন।
অবশেষে বাংলাদেশ সময় রাত ১টার পর মেসি নিশ্চিত করেন মায়ামিতেই যাচ্ছেন মেসি। তিনি বলেন, 'আমি বার্সেলোনায় ফিরছি না, ইন্টার মায়ামিতে যাচ্ছি।'
সেই সঙ্গে আর্জেন্টাইন সুপার স্টার আরও বলেছেন, ''আমি সত্যিই বার্সায় ফিরতে চেয়েছিলাম কিন্তু আমার ভবিষ্যৎ অন্য কারো হাতে ছেড়ে দিতে চাই না। শুনেছিলাম, (আমার জন্য) বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের বেতন কমাতে হবে। আমি এর ভেতর দিয়ে যেতে চাইনি।'
মেসি পিএসজি ছাড়ার পর তাকে পেতে শুরু হয় তিন ক্লাবের লড়াই। সেখানে বার্সেলোনা ও ইন্টার মায়ামির চেয়ে এগিয়ে ছিল আল-হিলাল। কিন্তু আজ আরেকটি পোস্টে রোমানো জানান, মেসিকে পেতে তিনটি লোভনীয় প্রস্তাব নিয়ে হাজির ইন্টার মায়ামি। পরে জানা গেল, মায়ামিতেই যাচ্ছেন মেসি।
ইন্টার মায়ামির অন্যতম দুই স্পন্সর বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস ও টেক জায়ান্ট অ্যাপল। রোমানোর পোস্টের বরাতে জানা যায়, মায়ামির তিনটি প্রস্তাবের একটি হলো, অ্যাডিডাস থেকে পাওয়া ক্লাবের লভ্যাংশের একটা অংশ দেওয়া হবে মেসিকে। অ্যাপলের বেলায়ও একই প্রস্তাব দেওয়া হয়েছে। সবচেয়ে বড় যে প্রস্তাবটা দিয়েছে ক্লাবটি, তা চোখ কপালে তোলার মতো।
মেসি যদি মায়ামিতে যোগ দেন এবং সেখান থেকেই অবসর নেন, তাহলে তাকে ক্লাবটির শেয়ারহোল্ডার করা হবে। অর্থাৎ ইন্টার মায়ামির মালিকানার একটা অংশ দেওয়া হবে মেসিকে। এগুলো সবই মেসির বার্ষিক বেতন ও বোনাসের বাইরে। যদিও মায়ামি কোনোরকম অর্থের অঙ্ক প্রকাশ করেনি।