‘আমি চাইনি বার্সা আমার জন্য খেলোয়াড় বিক্রি করুক’
পিএসজি ছাড়ার পর আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির পরবর্তী গন্তব্য কোথায়? যত সময় গড়াচ্ছিল ততই এই ইস্যুতে বাড়ছিল জল্পনা-কল্পনা। মেসির সামনে সুযোগ ছিল সৌদি আরবের ক্লাব আল হিলালের লোভনীয় প্রস্তাবে সাড়া দেওয়ার কিংবা প্রিয় ক্লাব বার্সেলোনায় ফেরার। তবে তার কোনোটিই করেননি বিশ্বকাপজয়ী এই তারকা। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে বেছে নিলেন মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিকে।
কিন্তু কেন এই সিদ্ধান্ত? কেনই বা নিজের প্রিয় ক্লাব বার্সায় ফিরতে পারেননি লিওনেল মেসি? সেসব তথ্য নিজেই জানালেন আর্জেন্টাইন তারকা।
মুন্দো দেপোর্তিভো ও স্পোর্তকে দেওয়া লম্বা সাক্ষাৎকারে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও দলবদল নিয়ে জানান মেসি। ঘোষণা দেন ইন্টার মায়ামিতে যাওয়ার। তবে তাঁর যে, বার্সাতেই ফেরার ইচ্ছা ছিল বেশি সেটাও জানান তিনি।
মেসি বলেছেন, ‘আমি আসলেই বার্সেলোনাতে ফিরতে চেয়েছিলাম এবং এটা নিয়ে খুবই উত্তেজিত ছিলাম। কিন্তু সেখান থেকে বিদায়ের সময় যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছিল, সেই অবস্থার মধ্যে আবার পড়তে চাইনি; সামনে কী ঘটবে, তা দেখার অপেক্ষায় থাকতে এবং অন্যের হাতে নিজের ভবিষ্যৎ তুলে দিতে চাইনি।’
মেসি যোগ করেন, ‘আমি শুনেছিলাম (আমাকে আনার জন্য) বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের পারিশ্রমিক কমাতে হবে। সত্যি বলতে, আমি এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে চাইনি, কিংবা এইসব কিছুর দায় নিতে চাইনি।’
এদিকে এক বিবৃতিতে মেসিকে শুভকামনা জানায় বার্সা। সেই সঙ্গে মেসিকে বার্সায় ফেরাতে না পারার বাস্তবতাও জানায় কাতালান ক্লাবটি।
বিবৃতিতে মেসিকে শুভকামনা জানানোর পর বার্সা জানায়, ‘গত ৫ জুন, সোমবার, মেসি বাবা ও তার প্রতিনিধি হোর্হে মেসি ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে জানিয়ে দেন এই খেলোয়াড়ের ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত। যদিও এফসি বার্সেলোনা ও লিওনেল মেসি উভয়েরই চাওয়া ছিল, এই জার্সিতে আবার তাকে দেখা যাবে এবং বার্সেলোনা থেকে তাকে প্রস্তাবও দেওয়া হয়েছিল। কম চাহিদার লিগে, পাদপ্রদীপের আলো থেকে আরও দূরে এবং সাম্প্রতিক বছরগুলোয় যতটা চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে, এর চেয়ে কম চাপের লিগে মেসির খেলতে চাওয়ার সিদ্ধান্ত বার্সেলোনা সভাপতি উপলব্ধি করতে পারছেন এবং সম্মানও করেন।’