‘মেসির চেয়ে আলোকবর্ষ পিছিয়ে রোনালদো’
ফুটবলের সবুজ আঙিনায় সেরা খেলোয়াড় কে? এই লড়াইটা প্রায় দেড় যুগ ধরে চলেছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে। কিন্তু এক বছরের মধ্যে সেই দৃশ্যপট পাল্টে দিয়েছেন মেসি। একে একে জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ। কাতার বিশ্বকাপের সোনালি ট্রফি ছুঁয়ে মেসি নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তির পর্যায়ে। সবার চোখেই এখন রোনালদোর চেয়ে সেরা মেসি।
কিন্তু সৌদির ক্লাব আল হিলালের দায়িত্ব পালন করা কোচ এমিলিয়ানো দিয়াজ রোনালদোর সঙ্গে মেসির তুলনাই চাননা। বরং রোনালদোর চেয়ে মেসিকে আলোকবর্ষ ব্যবধানে এগিয়ে রাখলেন তিনি।
বর্তমানে ছয় মাস ধরে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন রোনালদো। একই লিগের দল হলো আল হিলাল। যারা মেসিকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। সেই দলের শেষ পাঁচ ম্যাচে সামলান মূল কোচ র্যামন দিয়াজের ছেলে এমিলিয়ানো দিয়াজ।
গোল ডটকমের প্রতিবেদন অনুসারে এমিলিয়ানো দিয়াজ আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরবের ফুটবলের অবস্থা ও মেসি-রোনালদোকে নিয়ে কথা বলেন।
সেখানে রোনালদোর পারফরম্যান্স নিয়ে এমিলিয়ানো বলেন, ‘রোনালদোকে সৌদিতে সংগ্রাম করতে হয়েছে। বড় দলগুলোর বিপক্ষে কোনো পার্থক্যই গড়ে দিতে পারেনি। ৩-৪টা করে গোল করেছে ছোট দলগুলোর বিপক্ষে। কিংস কাপ জিততে পারেনি, সুপার কাপ জিততে পারেনি, এমনকি লিগও নয়। এশিয়াতে সে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলতে পারছে না।’
এরপর আসে মেসির সঙ্গে তুলনার প্রসঙ্গ। ৩৯ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘এখানে আসলে দুজনের তুলনা কোনোভাবেই হয় না। ফুটবলার হিসেবে তুলনা চলেই না। মাস তিনেক আগে আমরা ওর (রোনালদো) বিপক্ষে খেলেছি। আর বিশ্বকাপে মেসির খেলাও দেখেছি। দুজনের তুলনায় আলোকবর্ষ ব্যবধান। যেটা হয়ই না। হ্যাঁ, কিছু সংখ্যা ওর পক্ষে কথা বলে। কিন্তু মেসি যে মানের খেলোয়াড়, তার সঙ্গে তুলনা চলে না।’