মেসিদের লিগে খেলা হয় যেভাবে
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা কিংবা সৌদি আরবের ক্লাব আল হিলাল নয়, বিশ্বকাপজয়ী লিওনেল মেসির পরবর্তী গন্তব্য আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি।
আর্জেন্টাইন তারকার মায়ামি যাওয়ার খবরে প্রচারের আলোতে এসেছে আমেরিকার লিগ। চলুন জেনে নেওয়া যাক সকার লিগ নিয়ে খুঁটিনাটি।
কত দিন ধরে চলে সকার লিগ?
মেজর সকার লিগ প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসের শুরুর দিকে শুরু হয়। প্রতিযোগিতা চলে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত।
কতগুলো দল অংশ নেয়?
মেজর সকার লিগে চলতি মৌসুমে মোট ২৯টি দল খেলছে। তার মধ্যে ২৬টি দল আমেরিকার ও ৩টি দল কানাডার।
লিগের ফরম্যাট কেমন?
২৯টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়, যাদের বলা হয় ‘কনফারেন্স’। সেগুলো হল, ইস্টার্ন কনফারেন্স ও ওয়েস্টার্ন কনফারেন্স। এ বার ইস্টার্ন কনফারেন্সে রয়েছে ১৫টি দল। বাকি ১৪টি দল রয়েছে ওয়েস্টার্ন কনফারেন্সে। মেসির দল ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সের দল।
মৌসুমে কয়টি ম্যাচ খেলে?
প্রতিটি দল ৩৪টি করে ম্যাচ খেলে। তার মধ্যে নিজেদের কনফারেন্সে থাকা প্রতিটি দল বাকি দলগুলির সঙ্গে দুটি (একটি হোম, একটি অ্যাওয়ে) করে ম্যাচ খেলে। বাকি ম্যাচগুলো খেলে অপর কনফারেন্সে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, ইস্টার্ন কনফারেন্সে থাকা একটি দল বাকি ১৪টি দলের বিরুদ্ধে ২৮টি ম্যাচ খেলবে। ওয়েস্টার্ন কনফারেন্সের ৬টি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে তারা। আবার ওয়েস্টার্ন কনফারেন্সের একটি দল বাকি ১৩টি দলের বিরুদ্ধে ২৬টি ম্যাচ খেলবে। বাকি ৮টি ম্যাচ ইস্টার্ন কনফারেন্সে থাকা দলের বিরুদ্ধে খেলবে তারা। লিগ শেষে শীর্ষে থাকা দলকে ‘সাপোর্টার্স শিল্ড’ পুরস্কার দেওয়া হয়।
তথ্য : আনন্দবাজার