কোহলি-জাদেজার বিদায়ে বড় ধাক্কা খেল ভারত
বড় মঞ্চে পারফর্ম করার বেশ খ্যাতি আছে ভারতীয় ব্যাটার বিরাট কোহলির। তা যদি হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, তাহলে তো কথাই নেই। তবে সেই কোহলিই কিনা দলের প্রয়োজনে ব্যাট হাতে পারলেন না আস্থার প্রতিদান দিতে।
আজ রোববার (১১ জুন) ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পঞ্চম দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২৮০ রান। হাতে উইকেট ছিল ৭টি। ইংল্যান্ডের মাটিতে একদিনে এতো রান তাড়া করা বেশ কঠিন ব্যাপার। সেই কাজকে আরও কঠিন করে তুলল রবীন্দ্র জাদেজা-বিরাট কোহলিরা।
এই দুই ব্যাটারের বিদায়ে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। ৩ উইকেটে ১৬৪ রান নিয়ে পঞ্চম দিনে খেলতে নামা ভারত দিনের শুরুতেই ১৫ রানের মাথায় হারায় জোড়া উইকেট। একই ওভারে ফিরে যান দুই ব্যাটার জাদেজা ও কোহলি। দলীয় ১৭৯ রানের সময় স্কট বোল্যান্ডের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ তুলে দেন কোহলি। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৭৮ বলে ৪৯ রান।
কোহলির বিদায়ের ধাক্কা সামাল দেওয়ার আগেই উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাদেজা। দুটো উইকেটই নেন বোল্যান্ড। ৪৪৪ রানের বিশাল রান পাহাড় টপকানো ভারতের জন্য এখন কঠিন এক চ্যালেঞ্জ। সবমিলিয়ে ভারতের টেস্ট শিরোপা জেতার আশা এখন অনেকটাই ক্ষীণ।