প্রথম ফুটবলার হিসেবে অনন্য কীর্তি আলভারেজের
৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ী দলটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জুলিয়ান আলভারেজ। বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে আছেন এই দুই আর্জেন্টাইন তারকা। এবার একমাত্র ফুটবলার হিসেবে বিরল এক র্কীতি গড়লেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।
ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বাদ পেল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের হয়ে জেতেন প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা। আর গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগ জিতে তো ইতিহাসই হয়ে গেলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড।
এক মৌসুমে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট, লিগ আর ঘরোয়া কাপের সঙ্গে বিশ্বকাপ, এই চার ট্রফি জেতা ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হয়ে গেলেন আলভারেজ। ২৩ বছর বয়সী আলভারেজের আগে ৯ জন খেলোয়াড় এক মৌসুমে ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছেন। কিন্তু তাঁদের মধ্যেই কেউই সেই একই মৌসুমে ক্লাবের হয়ে ঘরোয়া কাপ জিততে পারেননি।
দশম ফুটবলার হিসেবে এই রেকর্ডে যোগ হলো আলভারেজের নাম। এর মধ্যে ৭ ফুটবলার একইসঙ্গে এই কীর্তি গড়েন। ১৯৭৪ সালে জার্মানির বিশ্বকাপ যেতার পর ওই ৭ ফুটবলার বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। সেই ৭ ফুটবলার হলেন সেপ মেয়ার, পল ব্রাইটনার, ফ্রাঞ্জ বেকেওবাওয়ার, হানস শোয়ারজেনবেক, জার্ড মুলার, ইয়ুপ কাপেলমান ও উলি হোয়েনেস।
পরের চারজন হলেন ক্রিস্টিয়ান কারেম্বু, যিনি ১৯৯৮ সালে ফ্রান্স ও রিয়াল মাদিদ্রের জার্সিতে এই কীর্তি গড়েন। এরপর তালিকায় আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ ও রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি। জামার্ন তারকা সামি খেদিরা ২০১৪ সালে জার্মানি ও রিয়াল মাদ্রিদের হয়ে এমন কীর্তি গড়েন। আর সবশেষ এই কীর্তি গড়েন ফরাসি তারকা রাফায়েল ভারান, তিনি ২০১৮ সালে ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ ও রিয়াল মাদ্রিদের জার্সিতে ইউরোপ সেরার গৌরব অর্জন করেন।