ফাইনালে যে ৫ কারণে শোচনীয় হার ভারতের
শিরোপা জেতার কাছে গিয়েও বারবার ব্যর্থ হওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে এখন ‘চোকার্স’ উপাধি দিলেও খুব একটা ভুল হবে না। ২০১৩ সালের পর সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৯বার সেমিফাইনাল-ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি ভারতের। সবশেষ অস্ট্রেলিয়ার কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা খোয়াল ভারত। যে ৫ কারণে এমন শোচনীয় হার ভারতের, জেনে নেওয়া যাক।
৪৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৩৪ রানেই গুটিয়ে যায় ভারত। যার সুবাদে ২০৯ রানের জয়ে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল অস্ট্রেলিয়া। যার ফলে বড় হারের লজ্জা পেতে হয় রোহিত শর্মার দলকে। ভারতের এমন হার নিয়ে কাঁটাছেড়া চলছে।
১.রবিচন্দ্রন অশ্বিনের একাদশে না থাকা: ভারতের অন্যতম সফল স্পিনারদের একজন অশ্বিন। ইংল্যান্ডের মাটিতে অতীতেও ভালো করার রেকর্ড আছে তার। তবে একাদশে সুযোগ পাননি তিনি। কেন তিনি জায়গা পেলেন না তা নিয়ে কম আলোচনা হয়নি। অস্ট্রেলিয়া তাদের নির্ভরযোগ্য স্পিনার নাথায় লায়নকে দিয়ে ভারতীয় ব্যাটারদের কাবু করলেও, ভারত অশ্বিনকে না রাখার ফল হাতেনাতেই পেয়েছে।
২. রোহিত শর্মা-শুভমান গিলদের ব্যর্থতা: সদ্য সমাপ্ত আইপিএলে টপ স্কোরার শুভমান গিল সাদা পোশাকে এসে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। গিলের পাশাপাশি ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি অধিনায়ক রোহিত। দুই ইনিংসেই এই দুই ব্যাটারের ব্যাট হাসেনি। দুই ইনিংস মিলিয়ে ৭১ রান আসে এই জুটি থেকে।
৩. চেতেশ্বর পূজারার ব্যর্থতা: ভারতের ব্যাটিং লাইনআপে অন্যতম ভরসাবান ক্রিকেটারের নাম পূজারা। ব্যাট হাতে ভারতের স্মরণীয় জয়ের বেশিভাগেই তার অবদান রয়েছে। সেই পূজারাই কি না এবারের ফাইনালে জ্বলে উঠতে পারেননি। তার অফফর্ম ভারতকে বেশ ভালোভাবেই ভুগিয়েছে। দুই ইনিংস মিলিয়ে ৪১ রান আসে তার ব্যাট থেকে।
৪.অফ স্ট্যাম্পের বাইরের বলে সমস্যা: অফ স্ট্যাম্প করিডোরে বল খেলতে খুব একটা পারদর্শী নয় ভারতীয় ব্যাটাররা। দীর্ঘদিন ধরেই এই সমস্যায় জজর্রিত কোহলি-রোহিতরা। বিশেষ করে ভারতের মাটিতে। যার ফায়দা নিতে ভুল করেনি অস্ট্রেলিয়ার বোলাররা। টানা অফস্ট্যাম্পের বাইরে বল করে ভারতীয় ব্যাটারদের বাধ্য করেছে শট খেলতে। সেই ফাঁদে পা দিয়ে একের পর এক উইকেট বিলিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।
৫. রোহিতের অধিনায়কত্ব: অধিনায়ক হিসেবে রোহিতের ঝুলিতে আইপিএলে বেশ কয়েকটি শিরোপা থাকলেও জাতীয় দলের হয়ে চিত্রটা ভিন্ন। বড় মঞ্চে গিয়ে ভারতকে শিরোপা জেতাতে পারছেন না রোহিত। অধিনায়কত্বেও পারছেন না কারিশমা দেখাতে। মাঠ ও মাঠের বাইরে তার পরিকল্পনা নিয়েও উঠছে প্রশ্ন। কেউ কেউ তো ফের অধিনায়কত্বের দায়িত্বে কোহলিকেই চাচ্ছেন।
ভক্ত-সমর্থকদের পাশাপাশি সাবেক ক্রিকেটাররাও ভারতের এমন ব্যর্থতা মেনে নিতে পারছেন না। দ্রুতই শিরোপা জিততে না পারার সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছেন অনেকে।