ফাইনালে হারা ভারতকে ম্যাচ ফির ১০০ ভাগ জরিমানা
শিরোপা জেতার কাছে গিয়েও বারবার ব্যর্থ হওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে এখন ‘চোকার্স’ উপাধি দিলেও খুব একটা ভুল হবে না। ২০১৩ সালের পর সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৯বার সেমিফাইনাল-ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি ভারতের। সবশেষ অস্ট্রেলিয়ার কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা হারায় ভারত।
তবে শুধু শিরোপা হারিয়েই শেষ নয়, ফাইনালে হারা ভারত এবার পড়ল জরিমানার সামনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মন্থর বোলিংয়ের দায়ে ভারতকে ম্যাচ ফির ১০০ ভাগই জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ভারতের পাশাপাশি এ জরিমানার মুখে পড়েছে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। তাদের ম্যাচ ফির ৮০ ভাগ জরিমানা করা হয়েছে।
দলীয়ভাবে জরিমানার সঙ্গে শুভমান গিলকে ব্যক্তিগতভাবে জরিমানা করা হয়েছে। ফাইনালে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের কারণে ভারতীয় ওপেনারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানায় আইসিসি। বিবৃতিতে জানানো হয়, আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ভারত ও অস্ট্রেলিয়ার ওপর শাস্তির রায় দিয়েছেন। ভারত বরাদ্দকৃত সময়ের মধ্যে পাঁচ ওভার এবং অস্ট্রেলিয়া চার ওভার পিছিয়ে ছিল বলে নিশ্চিত করে সংস্থাটি।
আর সামাজিক যোগাযোগমাধ্যমে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেন গিল। সে জন্য তিনি শাস্তি পান। আইসিসির আচরণবিধি অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে হওয়া কোনো ঘটনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা কিংবা অনুপযুক্ত মন্তব্য করার অভিযোগ গিলের বিরুদ্ধে। তবে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন গিল। তাই আর আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানের বড় হারের লজ্জা পেয়েছে ভারত। এর আগে গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮ উইকেট হেরেছিল ভারত। দুই ফাইনালে ভারতের এমন হতাশাজনক পারফরম্যান্স মেনে নিতে পারছে না সাবেক ক্রিকেটাররা। এর মধ্যে ম্যাচ ফির শতভাগ জরিমানা স্বাভাবিকভাবে হতাশায় ফেলবে রোহিত শর্মাদের।