বেইজিং বিমানবন্দরে পুলিশি বিড়ম্বনার শিকার মেসি
ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে এখন চীনের বেইজিংয়ে অবস্থান করছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। তবে বিমানবন্দরে নেমেই অনাকাঙ্খিত ঘটনার মুখোমুখি হন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। বিমানবন্দরেই তাকে জিজ্ঞাসাবাদ করে চীনের বর্ডার পুলিশ, কিন্তু কেন?
সোমবার (১২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, লিওনেল মেসিকে নাকি চিনতে পারেনি চীনের বর্ডার পুলিশ বাহিনী! তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বেজিং বিমানবন্দরে। এয়ারপোর্টের এক কর্মকর্তার মোবাইলে ধারণকৃত ভিডিওটি গতকাল হুট করেই ভাইরাল হয়।
পরবর্তীতে জানা যায়, মেসির ভিসা বিলম্বিত হয়েছিল কারণ তিনি তার আর্জেন্টিনার পাসপোর্টের পরিবর্তে তার স্প্যানিশ পাসপোর্ট ব্যবহার করছিলেন। যেখানে চীনা ভিসা ছিল না। সমস্যা সমাধানের পর মেসি বিমানবন্দর ত্যাগ করেন। এজন্যে প্রায় ৩০ মিনিট মেসিকে অপেক্ষা করতে হয়। এর মধ্যে মেসি অনেকবার তাদের বোঝানোর চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায়, অনেক পুলিশ অফিসার আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ককে তার পাসপোর্ট ধরে থাকা এবং সতীর্থদের সাথে কথা বলার সময় তাকে থামানোর একটি ভিডিও ভাইরাল হয়।
গত শনিবার (১০ জুন) সকালে চীনের বেইজিংয়ে পৌঁছান তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইউরোপিয়ান ফুটবল থেকে বিদায় নেওয়া আর্জেন্টিনার মহাতারকা মেসি আগামী মাসেই যোগ দেবেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। এর আগে জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতে এখন চীনে অবস্থান করছেন তিনি। করোনা মহামারির পর প্রথমবারের মতো চীনে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগেও ছয়বার চীনে খেলতে গেছেন মেসি। সর্বশেষ ২০১৭ সালে দেশটিতে গিয়েছিলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। এবারও মেসিকে বিপুল সংবর্ধনায় স্বাগত জানানো হয়েছে। গত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। তুমুল লড়াইয়ের পর ম্যাচটি ২-১ গোলে জেতেন মেসিরা। ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে চীনে খেলার পর ইন্দোনেশিয়ায় যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৯ জুন স্বাগতিকদের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।