খেলতে পারবেন তামিম-তাসকিন? যা বললেন হাথুরুসিংহে
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ শুরু হচ্ছে আগামীকাল বুধবার (১৪ জুন)। এই ম্যাচের আগে বেশ দুশ্চিন্তায় বাংলাদেশ দল। চোটের কারণে নিয়মিত অধিনায়ক সাকিবের পর এবার নির্ভরযোগ্য ওপেনার তামিমের ছিটকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে স্বস্তির খবর চোট কাটিয়ে দলে ফিরছেন পেসার তাসকিন আহমেদ।
আজ মঙ্গলবার (১৩ জুন) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচপূর্ববতী সংবাদ সম্মেলনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তামিম প্রসঙ্গে বলেন, ‘আজ তামিম অনুশীলন করবে, এরপর বোঝা যাবে সে কেমন অনুভব করছে। সে আগে অনুশীলন করে কিছুটা অস্বস্তিবোধ করেছে। আজ অনুশীলনের পর তার অবস্থা বোঝা যাবে। আপাতত পর্যবেক্ষণে আছে।’
আর তাসকিনের বিষয়ে হাথুরুসিংহের ভাষ্য, ‘তাসকিনকে অনুশীলনে দেখে মনে হয়েছে সে এখন খেলার মতো ফিট। একাদশের বাইরে রাখার মতো তেমন কোনো চোট তার নেই। এরপরও আমরা আজকের অনুশীলন দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
কোমরে ব্যথা নিয়ে গত রোববার (১১ জুন) অনুশীলনে এসেছিলেন তামিম। ব্যাটিংয়ে ৩০ মিনিটের বেশি সময় দেননি এই ওপেনার। নকিংয়ে বেশিরভাগ শট ফ্রন্ট ফুটে খেলেন তিনি। এছাড়া বাড়তি কোনো কিছু করতে দেখা যায়নি এই ওপেনারকে। যদিও তাকে অস্বস্তিতে ফেলতে পারে এমন ধরনের ব্যাটিং করেননি তামিম।
তামিম শেষ পর্যন্ত না খেললে ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের ওপর আস্থা রাখতে পারে ম্যানেজম্যান্ট। এছাড়া একাদশে ৩ থেকে ৪ পেসার খেলানোর ইঙ্গিত দিয়েছেন হাথুরুসিংহে।