পেসবান্ধব উইকেটে সেরাটা দিতে মুখিয়ে তাসকিনরা
সদ্যই শেষ হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। লন্ডনের ওভালে ঘাসের উইকেটে ভারতকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। আগামীকাল বুধবার (১৪ জুন) থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট।
ওভালের দৃশ্যপট কেন শেরে বাংলায় নিয়ে আসা? কারণ, কাল থেকে শুরু হতে যাওয়া এই টেস্টের উইকেট ওভালের মতোই সবুজ। টেস্টে এবার ঘাসের উইকেট বানিয়েছে বাংলাদেশ। ঘাসের পিচ মানেই পেসবান্ধব।
মিরপুরের উইকেট মানেই স্পিনের ঘূর্ণিজাল। স্পিনারদের মায়াবী বিষে প্রতিপক্ষকে বধ করার কৌশল। বাংলাদেশে খেলা হলে ম্যাচের পরিকল্পনার বড় অংশজুড়ে থাকেন স্পিনাররা, থাকেন সাকিব আল হাসান। চোটের কারণে এই ম্যাচের দলে নেই সাকিবও।
বাংলাদেশের পেস বোলিং ইউনিট রীতিমতো বদলে গিয়েছে। চলতি বছর ধারাবাহিকভাবে মেলে ধরছে নিজেদের। আফগানবধের ছকে বাংলাদেশের বড় অস্ত্র তাই পেসাররা। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড পেসারদের রেকেছেন নিবিড় পর্যবেক্ষণে। পেসাররাও কোচের কথা পালন করছেন অক্ষরে অক্ষরে।
অনুশীলনেও তাসকিন আহমেদ-ইবাদত হোসেন-খালেদ আহমেদরা ঘাম ঝরাচ্ছেন। লাইন লেন্থ ঠিক রেখে দিচ্ছেন ইয়র্কার-বাউন্সার। তাদের পাশাপাশি নতুন পেসার মুশফিক হাসানকেও দেখা গেছে বাউন্সার ছুঁড়তে।
বাংলাদেশের পেস আক্রমণ এখন যে কোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। পেস ইউনিটের সবার মধ্যে ভালো কিছ করার দৃঢ় প্রত্যয়। এই ম্যাচটা তাই তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। একইসঙ্গে ঘাসের উইকেট তাদের জন্য উপহারই বলা চলে।
পেস ইউনিটের নেতা তাসকিন আহমেদ ফিট আছেন খেলার মতো। দল চাইলে মাঠে নামবেন তিনি। তাকে মাঠে দেখার অপেক্ষায় দেশের ক্রিকেটেপ্রেমীরা। নিজেকে নতুনরূপে গড়ে তোলা তাসকিন যদি খেলেন, ঘাসের পিচে কেমন ঝড় তোলেন সেটি দেখার লোভ সামলানো দায়।
এই উইকেট নিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘পরিস্থিতির দাবি মেনেই আমরা সবুজ উইকেট বানিয়েছি। ঘাসের পিচে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছে। আমাদের হাতে পেস বোলার আছে। পেস বোলারদেরকে তাদের পচন্দের উইকেট বানিয়ে সুযোগটা করে দিতে হবে।’
পিচে যেহেতু ঘাস, বাংলাদেশ তাই কাল মাঠে নামতে পারেন তিন থেকে চারজন পেসার নিয়ে। পেসাররা মুখিয়ে আছেন গতির ঝড় তুলে আফগানদের কুপোকাত করতে।