আফগানিস্তান টেস্ট থেকে ছিটকে গেলেন তামিম
শঙ্কা অবশেষে সত্যি হলো। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে হওয়া একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পিঠের পুরোনো চোট তামিমকে নতুন করেই বেশ ভোগাচ্ছে। চোটের কারণে আফগান সিরিজকে সামনে রেখে করা বাংলাদেশ দলের অনুশীলনে দুদিন আসেননি তিনি। গত রোববারের অনুশীলনে মাঠে অস্বস্তিতে ভুগেছেন এই ক্রিকেটার । ব্যাটিং ও ফিল্ডিং দুই জায়গাতেই তামিমকে একাধিকবার পিঠে হাত দিতে দেখা গেছে। বারবার মাঠে ছুটে এসেছেন ফিজিওরা। কয়েকবারই চোখমুখ কুঁচকাতে দেখা গেছে ওয়ানডে দলের অধিনায়ককে।
বাংলাদেশ দলের চিকিৎসকরা তামিমকে পর্যবেক্ষণে রেখেছিলেন। চেষ্টা করেছিলেন তাকে টেস্টের জন্য ফিট করে তুলতে। কিন্তু, ম্যাচ খেলার মতো ফিট করে তুলতে পারেননি।
আনুষ্ঠানিক বিবৃতিতে জাতীয় দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেন, ‘অনেকদিন ধরেই পিঠের চোটে ভুগছেন তামিম। আমরা তাকে সারিয়ে তোলার চেষ্টা করেছিলাম। কিন্তু, ম্যাচের জন্য তার পর্যাপ্ত ফিটনেস নেই। পাঁচদিন খেলার মতো অবস্থায় তিনি নেই।’
একাদশে সুযোগ পেলে তামিমের পরিবর্তে লিটন দাসের সঙ্গে ওপেন করতে পারেন জাকির হাসান।