জয়কে নিয়ে মিরপুরে শান্তর রেকর্ড
নাজমুল হোসেন শান্ত যেন বাংলার ক্রিকেটে ফিনিক্স পাখি। তাকে নিয়ে দিনের পর দিন হওয়া সমালোচনা সয়ে গেছেন। মানুষ বলেই হয়তো একটা সময় পর আর পেরে ওঠেননি। আর্জি করেছেন সবার কাছে, একটু যেন কম সমালোচনা করা হয় তাকে নিয়ে। মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন তিনি। সেই শান্ত ফিরে এসেছেন নতুন করে। এবার তাকে নিয়ে আলোচনা হয়। কারণ, ব্যাট হাতে নিজেকে মেলে ধরছেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হয়েছে আজ বুধবার (১৪ জুন) থেকে। আগে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই হারায় জাকির হাসানের উইকেট। এরপর মাহমুদুল হাসান জয়কে নিয়ে শুরু হয় শান্তর প্রতিরোধ। গড়েন ২১২ রানের জুটি। ১৩৭ বলে ৭৬ রানের চমৎকার ইনিংস খেলে রহমত শাহর বলে ইব্রাহিম জাদরানের তালুবন্দী হন জয়।
১১৮ বলে তৃতীয় আন্তর্জাতিক টেস্ট সেঞ্চুরি পূর্ণ করা শান্ত শেষ পর্যন্ত থামেন ১৪৬ রানে। আমির হামজার বলে নাসির জামালের ক্যাচে পরিণত হন তিনি। ৮৩ দশমিক ৪২ স্ট্রাইক রেটের ইনিংসে ২৩ চারের সঙ্গে ছয় মেরেছেন দুটি। নিজেকে মেলে ধরা শান্ত নিশ্চয়ই ডবল সেঞ্চুরির আশা করেছিলেন। সেটি না হলেও জয়কে সঙ্গে নিয়ে করা শান্তর ২১২ রানের জুটি মিরপুরে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চও।
এর আগে, ঢাকায় ২০১০ সালে ভারতের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২০০ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী। টেস্টে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি অবশ্য শান্ত-জয়ের নয়। এটি ইমরুল কায়েস-শামসুর রহমানের দখলে। ২০১৪ সালে চট্টগ্রামে এই দুজন মিলে শ্রীলংকার বিপক্ষে গড়েছিলেন ২৩২ রানের জুটি।