ব্যাটে চুমু খাওয়ার উদযাপন যার জন্য করেন শান্ত
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে আজ বুধবার (১৪ জুন) চালকের আসনেই আছে বাংলাদেশ। দলকে সেই আসনে বসানোর সবচেয়ে বড় ভূমিকা নাজমুল হোসেন শান্তর।
একটা সময় তাকে নিয়ে নিয়মিতই সমালোচনা হতো। এখন ব্যাট হাতেই নিয়মিত জবাব দিচ্ছেন সব সমালোচনার। আজ আফগানদের বিপক্ষে খেলেছেন ১৭৫ বলে ১৪৬ রানের ঝমমলে ইনিংস।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ইনিংস নিয়ে শান্ত বলেন, 'আমি খুশি। তবে আপনাদের কাছে যতটা সহজ মনে হচ্ছে, ততটা সহজ ছিল না। খুব গরম। প্রথম থেকেই কষ্ট করে ব্যাটিং করেছি। শুরু থেকে আমার মনোযোগ ঠিক ছিল। ইনিংস আরও বড় করতে পারতাম। পরবর্তীতে সুযোগ আসলে চেষ্টা করব।'
নিজেকে নিয়ে কাজ করেছেন শান্ত। অনুশীলনে ঘাম ঝরিয়েছেন। কষ্টের ফল পেয়েছেন তিনি। সমালোচনার বদলে তাকে নিয়ে এখন সবার আস্থা তৈরি হয়েছে। আস্থার প্রতিদানও দিয়ে যাচ্ছেন নিয়মিত। তার ব্যাটে চড়ে বাংলাদেশ পেয়েছে ৫ উইকেটে ৩৬২ রানের সংগ্রহ।
নিজের এই বদলে যাওয়া নিয়ে শান্ত বলেন, 'আমি পরিশ্রম করার চেষ্টা করেছি। মেইন ফোকাস ছিল প্রস্তুতিতে। এখন যেহেতু ফল আসছে, লক্ষ্য থাকবে এটা যেন ধরে রাখতে পারি। আমি আগেও রান করার জন্যই নামতাম।'
আজ উদযাপনেও দেখা গেছে শান্তর বাঁধভাঙা উল্লাস। যেন অপেক্ষায় ছিল ওই সময়টার। ১১৮ বলে তিন অঙ্ক ছুঁয়েই ড্রেসিং রুমের দিকে ছুটে আসেন তিনি, হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে উড়ন্ত চুমু এঁকে করেন শতক উদযাপন। আগের সেঞ্চুরিগুলো পাওয়ার পরও একইভাবে উদযাপন করেছিলেন তিনি। জানালেন, এমন উদযাপন নিজের জন্যই করেন শান্ত।
ম্যাচ শেষে নিজের উদযাপন নিয়ে শান্ত বললেন, ‘আসলে রান না করলে তো উদযাপন করতে পারি না। এই উদযাপন কারও উদ্দেশ্যে নয়, এটা আমার নিজের জন্য।’