আফগান বোলারদের ভালোভাবে সামলেছে বাংলাদেশ : শান্ত
আফগানিস্তানের বিপক্ষে চার বছর আগে একমাত্র দেখায় দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ করেছিল ৩৭৮ রান। ম্যাচ হেরেছিল ২৪৪ রানে। চার বছর পর আজ একই দলের বিপক্ষে প্রথম দিন শেষেই বাংলাদেশের সংগ্রহ ৩৬২ রান। আজ বুধবার (১৪ জুন) মিরপুর শেরেবাংলায় একমাত্র টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৬২ রান। সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত।
মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ২১২ রানের জুটি গড়েন শান্ত। ১৪৬ রান করেন শান্ত ও ৭৬ রান করেন জয়। ২১৮ রানে দ্বিতীয় উইকেট পতনের পর বেশ দ্রুতগতিতে পরের তিন উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ষষ্ঠ উইকেটে মুশফিকুর রহিম (৪১*) ও মেহেদী হাসান মিরাজের (৪৩*) ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি আর বিপদ হতে দেয়নি বাংলাদেশকে।
দিন শেষে সংবাদ সম্মেলনে এসে দলের সার্বিক অবস্থা নিয়ে সেঞ্চুরিয়ান শান্ত বলেন, ‘মিডল অর্ডারে একটা জুটি হলে ভালো হতো। তবে মনে হয় না খারাপ অবস্থায় আছি। যে অবস্থায় আছি চিন্তা করছি না। মুশফিক-মিরাজ যেভাবে ব্যাটিং করছে, আমরা ভালো অবস্থায় যেতে পারি।’
মিরপুরের উইকেট যেখানে সবসময় মন্থর ও স্পিন নির্ভর থাকে, সেখানে এবার বানানো হয়েছে সবুজ পিচ। গত কয়েকদিনের বৃষ্টি আর ঘাসের উইকেট মিলিয়ে পেসবান্ধব পিচে বাংলাদেশের ব্যাটারদের সামনে চ্যালেঞ্জ ছিল। আফগান বোলারদের মোকাবেলা করার সেই চ্যালেঞ্জ বেশ ভালোভাবে সামলেছে বাংলাদেশের ব্যাটাররা।
এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘উইকেট যতটা সহজ মনে হচ্ছে ততটা না। ঘাস থাকায় খুব বাউন্স ছিল। ওদের বোলাররা ভালো বল করেছে। কিন্তু পুরো ক্রেডিট আমাদের ব্যাটারদের, ওরা ভালোভাবে সামলেছে।’