নিজেদের খেলা নিয়ে যা বললেন আফগান কোচ
বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্টের প্রথম দিন শেষ হয়েছে। আজ বুধবার (১৪ জুন) প্রথম ইনিংসে বাংলাদেশ দিন শেষ করেছে ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে। মিরপুর শেরেবাংলায় বাংলাদেশ খেলেছে প্রাধান্য বিস্তার করেই। শুরুতে উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত-মাহমুদুল হাসান জয়ের বড় জুটিতে বিপর্যয় কাটানোর পর বড় সংগ্রহের পথেই হাঁটছে বাংলাদেশ।
শান্ত-জয়ের ২১২ রানের জুটি মিরপুরে দ্বিতীয় উইকেটে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। সার্বিকভাবে দ্বিতীয় উইকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। টেস্ট ক্যারিয়ারে নিজের তৃতীয় শতক তুলে শান্ত থামেন ১৪৬ রানে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আফগান কোচ জনাথন ট্রট বলেন, ‘সে (শান্ত) ভালো খেলোয়াড়। তবে আমরাও ওকে সুযোগ দিয়েছি। লম্বা সময় ধরে আমরা ঠিক জায়গায় বল ফেলতে পারিনি।’
ঘাসের উইকেটে টস জিতে বোলিং নেয় আফগানরা। দিনশেষে বাংলাদেশের পাঁচ ব্যাটারকে আউট করতে পেরেছে তারা। বিনিময়ে বাংলাদেশ তুলেছে ৩৬২ রান। ট্রট বলেন, ‘আমার মনে হয় ক্রিকেট ম্যাচে আপনার ততটুকু পাওয়া উচিত, যতটুকু আপনার প্রাপ্য। আমরা পাঁচ উইকেট পেয়েছি। বাংলাদেশও নিজেদের মতো রান পেয়েছে।’
আফগান কোচের কথায় স্পষ্ট নিজ দলকে খুব বেশি পিছিয়ে রাখছেন না তিনি।