‘হেই জুড’ লিখে বেলিংহামকে স্বাগত জানাল রিয়াল
বর্তমান ফুটবল বিশ্বের আকাঙ্খিত মিডফিল্ডারদের একজন জুড বেলিংহাম। বয়স মাত্র ১৯। এ বয়সেই নজরে পড়েছেন ইউরোপের বড় বড় ক্লাবগুলোর। সবার নজর থাকলেও তরুণ এই প্রতিভাকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আজ বুধবার (১৪ জুন) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে ‘হেই জুড’ লেখে রিয়াল তাকে স্বাগত জানিয়েছে।
রিয়ালে যোগ দেওয়ার আগে ২০২০ সাল থেকে জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে খেলেছেন বেলিংহাম। এত অল্প বয়সে পেয়ে গেছেন ক্লাবের অধিনায়কত্বও। চলতি মৌসুমে দলের মধ্যমাঠ ও নেতৃত্ব সামলে করেছেন ১৪ গোল। একইসঙ্গে করেছেন পাঁচ অ্যাসিস্টও। হয়েছেন বুন্দেসলিগার মৌসুম সেরা খেলোয়াড়।
তরুণ এই প্রতিভাবান ফুটবলারের শুরুটা ইংলিশ ক্লাব বার্মিংহামের যুব দল থেকে। ১৬ বছর বয়সে ২০১৯ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় বার্মিংহাম সিটির হয়েই। ক্লাবটির ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতাও তিনি। ২০২০ সালে ডর্টমুন্ডে চলে গেলে বার্মিংহাম ঘোষণা দেয় বেলিংহামের সম্মানে ২২ নম্বর জার্সিটি তুলে রাখার। ডর্টমুন্ডে যোগ দেওয়ার পর অভিষেকেই গোল পেয়ে হয়েছেন ক্লাবটির অভিষেকে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার।
ইংল্যান্ডের হয়ে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া বেলিংহামকে ছয় বছরের চুক্তিতে ১০ কোটি ৩০ লাখ ইউরো (ইউরোপের মুদ্রা) দিয়ে কিনেছে রিয়াল মাদ্রিদ। ইডেন হ্যাজার্ডের পর তিনিই এখন মাদ্রিদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার। আগামীকাল তাকে সান্তিয়াগো বার্ণাব্যুতে বরণ করে নেওয়া হবে।