মুশফিক-মিরাজের আউটে প্রতিরোধ ভাঙল বাংলাদেশের
ভাগ্যক্রমে টসে হেরেছিলেন লিটস দাস। নইলে সবুজ উইকেট দেখে তিনিও যে আগে বোলিং নিতেন, সেটি স্বীকার করেছেন বাংলাদেশের অধিনায়ক। তবে, যতটা কঠিন মনে করা হয়েছে উইকেটকে, ততটা নয়। উইকেটে বাউন্স থাকলেও আফগান বোলারদের প্রথমদিন বেশ দারুণভাবেই সামলেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। প্রথমদিনের ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। ৪১ রান নিয়ে মুশফিক ও ৪৩ রান নিয়ে দিন শেষ করা মিরাজ দেখে শুনে শুরু করেন দ্বিতীয় দিন।
শেষ পর্যন্ত অবশ্য বেশিক্ষণ প্রতিরোধ ধরে রাখতে পারেনি। দিনের মাত্র চতুর্থ ওভারেটই উইকেট হারায় বাংলাদেশ। ফিফটির খুব কাছে গিয়েও ৪৮ রানে থামে মিরাজের ইনিংস। ভাঙে মুশফিকের সঙ্গে তার ৮৩ রানের জুটি। আমির হামজার ক্যাচে পরিণত করে মিরাজকে থামান ইয়ামিন আমজাদি।
মিরাজ আউট হওয়ার পরের ওভারে সাজঘরের পথ ধরেন মুশফিকও। ৪৭ রান করে নিজাত মাসুদের বলে নাসির জামালের ক্যাচে পরিণত হন তিনি। একই ওভারে তাইজুলকে ফেরান নিজাত
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩৭৭।
এর আগে গতকাল প্রথম দিনের শুরুটা ছিল হতাশার। সেই হতাশার কালো মেঘ সরিয়ে আলো হয়ে ধরা দেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়। দুজনের শক্ত জুটিতে প্রায় দেড় সেশন জুড়ে চলে বাংলাদেশের দাপট। স্বাগতিকরা স্বপ্ন দেখে বড় স্কোরের। কিন্তু দুজনের বিদায়ের পর ফিকে হতে যাচ্ছিল সেই স্বপ্ন। শেষ পর্যন্ত তা হতে দেননি মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। দুজন মিলে দিনের শেষ ভাগে লড়াই জমিয়ে তোলেন। তাতে প্রথম দিন শেষে স্বস্তিতে ছিল বাংলাদেশ।