মিরপুরে মিরাজের নতুন রেকর্ড
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে মিরাজের প্রয়োজন ছিল এক উইকেট। ব্যাট হাতে বাংলাদেশ খুব বড় সংগ্রহ করতে না পারলেও বল হাতে দাপট দেখাচ্ছে পেসাররা। পেসারদের ভিড়েও উজ্জ্বল স্পিনার মেহেদী হাসান মিরাজ। নিয়েছেন এক উইকেট। এই এক উইকেটেই করেছেন ব্যক্তিগত একটি রেকর্ড। মিরপুর শেরেবাংলায় তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
ইবাদত হোসেন ও শরিফুল ইসলামের পেস তোপে লণ্ডভণ্ড আফগানরা ৫১ রানে হারায় চার উইকেট। সেখান থেকে নাসির জামাল ও আফসার জাজাই মিলে ৬৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তখনই আঘাত হানেন মিরাজ। ৩৫ রান করা নাসিরকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশকে।
মিরাজের আগে মিরপুরে ৫০ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। মিরপুরে ২১ টেস্ট খেলে সাকিব পেয়েছেন ৭৬ উইকেট। ১৩ টেস্ট খেলে তাইজুল নেন ৬৭ উইকেট। ১০ ম্যাচে মিরাজের প্রাপ্তি ৫০ উইকেট। এখনও ম্যাচের দ্বিতীয় ইনিংস বাকি।
২০১৬ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় মিরাজের। সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমবার খেলেন মিরপুরে। দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মিরাজ।
চলতি টেস্টে প্রথম ইনিংসে ৪৮ রান করে ব্যাট হাতেও অবদান রাখেন এই অলরাউন্ডার। টেস্ট ক্যারিয়ারে ৩৯ ম্যাচে মিরাজের শিকার ১৪৯ উইকেট। দেড়শো উইকেট থেকে মাত্র এক উইকেট দূরে তিনি।