আর্জেন্টিনা-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখবেন যেভাবে
চলতি ফিফা উইন্ডোতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বাংলাদেশে আসার কথা থাকলেও শেষমেশ ভেন্যু জটিলতায় তার আর হয়ে ওঠেনি। বাংলাদেশে না এলেও প্রীতি ম্যাচ খেলতে চীনে অবস্থান করছে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা। আজ বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যা ৬টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসি-ডি মারিয়ারা।
তবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়ার ম্যাচটি বাংলাদেশ কিংবা ভারতের কোনো স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে না। অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল টেন এবং লাইভ স্ট্রিমিং প্যারামাউন্ট প্লাস ও টেন প্লেতে সরাসরি দেখা যাবে। তবে বিশ্বের যে কোনো স্থান থেকে লাইভ স্ট্রিমিং সাইট ফ্যানাটিজ-এ সরাসরি দেখা যাবে।
এখন পর্যন্ত আটবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। যেখানে ছয় জয়ের বিপরীতে হেরেছে একটি ম্যাচে। ড্র হয়েছে এক ম্যাচ। সবশেষ কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে দুর্দান্ত খেলা উপহার দেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী লিওনেল মেসি।
তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচে মেসির প্রতি প্রত্যাশাটা একটু বেশিই থাকবে ভক্ত-সমর্থকদের। ২০২২ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অঘটনের হার বাদ দিলে ৪৫ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে মেসিরা। সর্বশেষ কুরাসাওয়ের বিপক্ষে ঘরের মাঠে ৭-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।