সেঞ্চুরির আক্ষেপ নিয়ে জাকিরের বিদায়
দ্বিতীয় দিন শেষে ৩৭০ রানের লিড, যা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য স্বস্তির। সবে মিরপুর টেস্টের দুই দিন পার হয়েছে। আর এখনই জয়ের আভাস পাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিনশেষে অপরাজিত দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত-জাকির হাসানরা তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন। তবে রান আউটের ফাঁদে পড়ে সেঞ্চুরির আশা জাগিয়েও ফিরতে হয় জাকিরকে। ৯৫ বলে ৭১ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।
গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে সব ইউকেট হারিয়ে ১৪৬ রান তুলেছে আফগানিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পায় ২৩৬ রানের। বাংলাদেশ চাইলে ফলোঅনে আবার ব্যাটিংয়ে পাঠাতে পারত আফগানিস্তানকে। তবে সেটা করেনি স্বাগতিকরা। অতিথিদের দ্বিতীয়বার ব্যাটিংয়ে না পাঠিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে স্কোরবোর্ডে এক উইকেটে ১৩৪ রান তুলেছে বাংলাদেশ। এতে লিড বেড়ে বাংলাদেশের রান দাঁড়ায় ৩৭০। দিন শেষে উইকেটে ছিলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত (৫৪)। তার সঙ্গে ব্যাট করছিলেন ওপেনার জাকির হাসান (৫৪)। দ্বিতীয় ইনিংসে শুধু মাহমুদুল হাসান জয়ের উইকেটটি হারিয়েছে বাংলাদেশ। শুরুর ধাক্কা সামাল দিয়ে দিনের বাকি অংশ উইকেটে নিশ্চিন্তে কাটিয়ে দেন শান্ত-জাকির। দুই ব্যাটারই ৫৪ রানে অপরাজিত আছেন।
যদিও তৃতীয় দিনের শুরুতে ব্যাট হাতে দ্বিতীয় দিনের শুরুটা ভুলে যেতে চাইবে বাংলাদেশ। কারণ, দ্বিতীয় দিনের শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। যখন সবাই অপেক্ষা করছিল বড় সংগ্রহের, সেখানে আগের দিনের ৩৬২ রানের সঙ্গে মাত্র ২০ রান যোগ করে অলআউট হয় বাংলাদেশ। পেস বিষে একাই ধসিয়ে দেন নিজাত মাসুদ। ৩৮২ রানে অলআউট হয়ে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। অভিষেকে মাসুদ নেন পাঁচ উইকেট। তবে, এদিন বল হাতে নিজেদের ফিরে পায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নামা আফগানিস্তানকে থিতু হতে দেননি ইবাদতরা। ১৪৫ রানেই অলআউট হয় সফরকারীরা। ব্যাট করতে নেমে ভালোভাবেই দিন শেষ করেছে বাংলাদেশ। বড় রান তুলে আফগানিস্তানকে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়া এখন মূল চাওয়া লিটনদের।