উড়ন্ত শান্তর দুরন্ত সেঞ্চুরি
বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম ধারাবাহিক ব্যাটার কে? এই প্রশ্নের স্বাভাবিকভাবেই নাজমুল হোসেন শান্তর নাম উঠে আসবে। ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টেস্টেও এখন আস্থার প্রতিদান দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিলেন শান্ত। মমিনুল হকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেলেন শান্ত।
আজ শুক্রবার (১৬ জুন) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনে নেমে ১১৫ বলে শতক পূরণ করেন শান্ত, যা তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। এর আগে প্রথম ইনিংসে ১৭৫ বলে ১৪৬ রানের দুর্দান্ত শতক হাঁকান শান্ত। সময়ের হিসেবে ৪৮ ঘণ্টার ব্যবধানে সাদা পোশাকে টানা সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
মূলত শান্তর ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। প্রথম ইনিংসে মতো দ্বিতীয় ইনিংসেও তার ব্যাটিং ধারাবাহিকতায় আফগানদের বড় সংগ্রহ ছুড়ে দেওয়ার পথে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশের লিড ৪৫০ রান ছাড়িয়েছে।
এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। ব্যাট হাতে সবমিলিয়ে স্বপ্নের মতো সময় পার করছেন শান্ত। প্রথম ইনিংসে না পারলেও দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান কি না শান্ত, সেটাই দেখার বিষয়।
২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলেছিল বাংলাদেশ। যদিও সেই ম্যাচে হারের স্বাদ পেতে হয় সাকিব-তামিমদের। চার বছর পর আবারও প্রতিপক্ষ সেই আফগানিস্তান। বাংলাদেশের সামনে সুযোগ প্রতিশোধ নেওয়ার।