লম্বা সময় পর টেস্ট খেলাকে সমস্যা হিসেবে দেখছেন না মুমিনুল
সাদা পোশাকে একটা সময় বাংলাদেশের ক্রিকেটে ভরসার অন্যতম নাম ছিলেন মুমিনুল হক। তাকে ডাকা হতো বাংলার লিটল মাস্টার বলে। এমনকি, একটা সময় স্যার ডন ব্র্যাডম্যানের পর সবচেয়ে বেশি গড় ছিল তারই। সেসব অতীত হয়েছে। মুমিনুল ঠিক আগের মতো মুমিনুলসুলভ ফর্মে ছিলেন না অনেক দিন। অবশেষে তার ব্যাট হেসেছে। ২৬ ইনিংস পর আজ শুক্রবার (১৬ জুন) আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে কাঙ্খিত শতকের দেখা পেলেন তিনি। এর মাঝে আছে তিনটি অর্ধশতক। যার একটি ৮৮ রানের, সর্বশেষটি ভারতের বিপক্ষে গত ডিসেম্বরে ৮৪ রানের।
নামটা মুমিনুল বলেই সবার প্রত্যাশা বেশি থাকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজেও বলে উঠলেন, ‘যদি শেষ চার ইনিংস দেখেন, রান অত খারাপ হচ্ছে না। আপনারা হয়তো আমার কাছে প্রতি ম্যাচে ২০০ আশা করেন, এজন্য মনে হয় রানে নেই। আপনারা যেভাবে চিন্তা করেন রানে নেই, তা না। যেটি আমার অভ্যাস, লম্বা ইনিংস ব্যাট করা, সেটি করতে না পারার আক্ষেপ ছিল।’
সাদা পোশাকে দেশের হয়ে সর্বোচ্চ ১২টি শতক মুমিনুলের। একসময় পেয়ে গিয়েছিলেন টেস্ট স্পেশালিস্টের তকমা। সেই তাকে ধুঁকতে হয়েছে হয়েছে ফর্ম নিয়ে। টেস্টও খেলেছেন লম্বা সময় পরে। এসব পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারাটা মানসিকতার ব্যাপার বলে মনে করছেন তিনি।
এ বিষয়ে মুমিনুল বলেন, ‘এর আগে ইংল্যান্ডের বিপক্ষে একবার টেস্ট খেলেছি এক বছর পরে। আমি ওভাবেই মাইন্ড সেট করে নিয়েছি। প্রসেসটা সহজ। আপনি যদি চিন্তা করেন আপনার জন্য এক বছর পর টেস্ট হোক, ওটা আপনার জন্য ভালো। নিজের মনকে ওভাবে সেট করে নিলে আমরা কাছে মনে হয় সমস্যা হবে না।’