অ্যাশেজ
রুটের ব্যাটে এগিয়ে চলছে ইংল্যান্ড
প্রথম সেশনের শেষ বলে হাফসেঞ্চুরিয়ান জ্যাক ক্রলিকে আউট করে ইংল্যান্ডকে এগিয়ে থাকতে দেননি স্কট বোল্যান্ড। তিন উইকেটে ১২৪ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় দুই দল। আজ শুক্রবার (১৬ জুন) থেকে শুরু হওয়া অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় সেশন ইংলিশরা সামাল দিল নিজেদের মতোন। দ্বিতীয় সেশন শেষে ৫২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ইংলিশরা পায় ২৪০ রানের সংগ্রহ। দ্বিতীয় সেশনে ২৫.২ ওভারে দুই উইকেট হারিয়ে ১১৬ রানে ইংল্যান্ড।
প্রথম সেশনের অপরাজিত জো রুটের সঙ্গে দ্বিতীয় সেশনের শুরুতে জুটি বাঁধেন হ্যারি ব্রুক। দেখেশুনে খেলছিলেন ভালোই। তাকে ফেরান নাথান লায়ন। লায়নের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ইংলিশ ব্যাটার ব্রুক করেন ৩২ রান।
এরপর মাঠে নামেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। করতালিতে তাকে স্বাগত জানায় গ্যালারির দর্শকরা। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। এক রান করে জস হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্টোকস। পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়া ইংলিশদের হাল ধরেছেন জো রুট।
রুটকে সঙ্গ দিয়েছেন জনি বেয়ারস্টো। রুট যেখানে খেলছেন দেখেশুনে, বেয়ারস্টো শেখানে খেলেছেন আক্রমণাত্মক ক্রিকেট। ৭৮ বলে ৭৮ রান করে স্ট্যাম্পড হন লায়নের বলে। রুট-বেয়ারস্টো মিলে গড়েন ১২১ রানের জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ছয় উইকেটে ৩১০ রান। ৮০ রানে অপরাজিত রুটের সঙ্গে সাত রান নিয়ে ক্রিজে আছেন মঈন আলী।