ব্যাটারদের পাশাপাশি বোলারদের কৃতিত্ব দিলেন লিটন
লিটন দাস নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই পেলেন ইতিহাসগড়া জয়। একটা সময় সাদা পোশাকে বিবর্ণ বাংলাদেশ এখন সমীহ জাগানিয়া এক দলের নাম। টেস্ট ফরম্যাটে ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে অধিনায়ক হিসিবেও গর্বিত লিটন দাস।
আজ শনিবার (১৭ জুন) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রেকর্ডগড়া জয়ের পর প্রেস কনফারেন্স আসেন লিটন। প্রথমবারের মতো সাদা পোশাকে অধিনায়কত্ব প্রসঙ্গে লিটন বলেন, ‘ক্যাপ্টেন্সি অনেক উপভোগ করছি। বোলাররা যেভাবে সাপোর্ট দিছে, বিশেষ করে পেসাররা। কারণ তাদের বল খুব ভালো ক্যারি করছিল। তাই কিপিংয়ের পাশাপাশি ক্যাপ্টেন্সি করেও বেশ মজা পাচ্ছিলাম।’
দুর্দান্ত জয়ে ব্যাটারদের পাশাপাশি বোলারদের কৃতিত্ব দিতে ভুল করেননি লিটন। ‘প্রথম ইনিংসে শান্তর-জয়ের ব্যাট থেকে যখন আমরা বড় সংগ্রহ পেয়ে যাই, তখনই আমরা বুঝেছিলাম যে, এই ইনিংসই আমাদের জয় নিশ্চিত করবে। আর তাদের যেহেতু আমরা দেড়শ রানের আগে আউট করি, তখনই দেখা গিয়েছিল যে, কত বড় ব্যবধান তৈরি হয়ে গিয়েছিল। আর এমন জয়ের পুরো কৃতিত্ব আমি ব্যাটার-বোলারদের দিতে চাই।’
প্রতিপক্ষ আফগানিস্তান প্রসঙ্গে লিটন বলেন, ‘তাদের অনেক ভালো ভালো বোলাররা আসেনি। তারা আসলে হয়তো আরও ভালো হতে। তবে যেটা বললাম, আমরা অনেকদিন ধরে টেস্ট খেলি, আমাদের প্রক্রিয়াটা পুরোপুরি ভিন্ন। তাই আমরা তাদের থেকে এগিয়ে থাকব এটাই স্বাভাবিক।’
অতীতে স্পিননির্ভর বাংলাদেশ এখন তাসকিন-ইবাদতদের হাত ধরে সাদা পোশাকেও আধিপত্য বজায় রেখেছে। ‘সাধারণত আমরা মিরপুরে তিন পেসার নিয়ে খেলি না। তবে এবার যেহেতু পেসবান্ধব উইকেট ছিল, তাই তিনজনকে খেলানো হয়েছে। এবং সবাই খুবই ভালো বল করেছে। আমি খুবই খুশি তাদের পারফরম্যান্সে। আশা করি তারা ধারাবাহিকতা ধরে রাখবে।’