বিসিবি সভাপতির মুখে পেসারদের জয়গান
আফগানিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচে জিতেছে বাংলাদেশ। রেকর্ড গড়ে নিয়েছে প্রতিশোধ। ব্যাট হাতে নাজমুল হোসেন শান্তর অনবদ্য ব্যাটিং চোখে পড়েছে সবার। কিন্তু বাংলাদেশের মূল সাফল্য অন্য জায়গায়। সেটি নিয়েই কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
সাফল্যের রহস্য যে পেস বোলিং, তা বুঝতে অসুবিধা হয়নি কারও। আফগান টেস্টের দুই ইনিংসে ২০ উইকেটের ১৬ টিই নিয়েছেন তাসকিন-ইবাদত-শরিফুলরা। বিসিবিপ্রধান নিজেও বললেন, ‘আমার তো মনে হয় আমাদের পেসাররা এখন স্পিনারদের চেয়ে ভালো।
ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘একটা সময় বাংলাদেশ মানেই সবাই বুঝত কেবল স্পিন। এখন আমরা পেসবান্ধব উইকেটে খেলছি। আমার তো মনে হয় এই মুহূর্তে আমারদের পেসাররা স্পিনারদের চেয়ে ভালো খেলছে।’
ঘাসের উইকেট পেসারদের জন্য আদর্শ। পিচে গতি থাকে, বাউন্স থাকে। নিজেদের প্রমাণের সুযোগ পায় তারা। পেসারদের সুযোগ করে দিতে বাংলাদেশের ঘরোয়া লিগেও পেসবান্ধব পিচ তৈরি করার কথা জানালেন বোর্ড প্রধান। যাতে পেসাররা বড় পরিসরে আরও ভালোভাবে নিজেদের মেলে ধরতে পারেন। বোলিং কোচ হিসেবে অ্যালান ডোনাল্ড তো আছেনই, আছেন কড়া হেড মাস্টার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পেসারদের নিজেদের উন্নত করার সব বন্দোবস্তই করে রেখেছে বাংলাদেশ, এখন তাদের নিজেদের গড়ে তোলার পালা। সেই গড়ে তোলার পালাবদলে সফলতার চিহ্ন ঘরের মাঠে গত তিন সিরিজ ধরেই রাখছে বাংলার গতিদানবরা।