সাকিব-তামিমকে ছাড়া তৈরি হতে বললেন লিটন
আফগানিস্তান সিরিজ শুরুর আগে বাংলাদেশের পক্ষে খুব বেশি সুখস্মৃতি ছিল না। চোটের কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই। একই কারণে ম্যাচের আগের দিন ছিটকে পড়েন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আফগানদের বিপক্ষে এর আগে প্রথম দেখায় টেস্টে বড় হার ছিল বাংলাদেশের। এবার দুই তারকা ছাড়া মাঠে নেমে কতটা কী করতে পারবে বাংলাদেশ, সেটিই দেখার ছিল।
এই টেস্টে বাংলাদেশ রীতিমতো ইতিহাস গড়ে জিতেছে। ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হক-মাহমুদুল হাসানরা এবং বল হাতে তাসকিন আহমেদ-ইবাদত হোসেন-শরিফুল ইসলামরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে জিতিয়েছেন বাংলাদেশকে। বুঝতেই দেননি সাকিব-তামিমের অভাব।
সাকিব-তামিমকে ছাড়া দলের এই বদল নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন এই টেস্টের অধিনায়ক লিটন দাস। লিটন বলেন, ‘এটি ঠিক বদল না। নিউজিল্যান্ডেও আমরা সাকিব ভাই, তামিম ভাইকে ছাড়া জিতেছি। আমরা তরুণ দল ছিলাম। যখন আমরা বাইরে গিয়ে জিতলাম, আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস এসেছিল যে, কষ্ট সাফল্যের হার বাড়ায়।’
এখন যারা দলে সিনিয়র, একটা সময় পর তারা থাকবেন না। এটিই স্বাভাবিক। তাদের ছাড়া খেলতে শিখতে হবে। নইলে হুট করে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হবে। কয়েক বছর পর সিনিয়রদের না থাকার প্রসঙ্গটা যেন আগে থেকেই জানিয়ে রাখলেন লিটন দাস।
লিটন বলেন, ‘দুই তিন বছর পর গিয়ে তিন-চারজন সিনিয়র খেলোয়াড়কে পাবেন না। এখন থেকে এটা যদি সামলাতে না পারে, তাহলে হুট করে বদলানো কঠিন। পাইপলাইনে যারা আছে, তারা সামর্থ্যবান। আস্তে আস্তে উন্নতি করছে।’