অ্যাশেজ
খাজার সেঞ্চুরিতে দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার
অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিনটা সমানে সমান গেলেও দ্বিতীয় দিনটা নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে মর্যাদার এই লড়াইয়ে টেস্টের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয় দিনে ব্যাট হাতে তৈরি করেছে মজবুত ভিত। ইংলিশদের বিপক্ষে উসমান খাজার প্রথম সেঞ্চুরিতে স্বপ্ন দেখছে ইংলিশদের টপকে যাওয়ার।
শনিবার (১৭ জুন) দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯৪ ওভারে পাঁচ উইকেটে ৩১১ রান। ইংল্যান্ডের চেয়ে এখনও ৮২ রানে পিছিয়ে আছে অসিরা। রোববার টেস্টের তৃতীয় দিন লক্ষ্য থাকবে দ্রুতই এ রান টপকে যাওয়ার।
ইংল্যান্ডের ঘরের মাঠ এজবাস্টনে প্রথমদিনের বিনা উইকেটে ১৪ রান নিয়ে আজ খেলতে নামে অস্ট্রেলিয়া। কোনো বিপদ ছাড়াই ওপেনিং জুটি ২৯ রান পর্যন্ত নিয়ে যান উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার। একাদশ ওভারে আক্রমণে এসে ইংলিশদের প্রথম ব্রেক থ্রু এনে দেন স্টুয়ার্ট ব্রড। ওভারের প্রথম বলে ব্রডের ডেলিভারিতে ফ্লাইট মিস করে বোল্ড হন ওয়ার্নার (৯)। পরের বলে মার্নাস লাবুশেনকে গোল্ডেন ডাকের লজ্জা দেন ব্রড। উইকেটের পেছনে জনি বেয়ারস্টো দারুণ এক ক্যাচ লুফে নেন।
২৯ রানে দুই উইকেট হারানো অসিরা প্রাথমিক ধাক্কা সামাল দেন খাজা ও স্টিভেন স্মিথের ব্যাটে। ধীরে ধীরে ইংলিশ বোলারদের বিপক্ষে মানিয়ে নেওয়া স্মিথকে (১৬) লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান বেন স্টোকস।
প্রথম সেশনে মন্থর অস্ট্রেলিয়া দ্বিতীয় সেশনে রানে গতি পায় ট্রাভিস হেডের ব্যাটে। মাত্র ৬০ বলে টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নেন তিনি। যদিও তাকে এরপর আর টিকতে দেননি ইংলিশ স্পিনার মঈন আলি। ৫০ রানেই মঈনের বলে জ্যাক ক্রলির তালুবন্দি হন হেড।
আরেক সেট ব্যাটার ক্যামেরুন গ্রিনকে (৩৮) বোল্ড করলে অসিরা তখন পরিণত হয় পাঁচ উইকেটে ২২০ রানে।
দ্বিতীয় দিনের পুরোটা সময়জুড়ে ইংলিশ বোলারদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়ে ছিলেন উসমান খাজা। হেড, গ্রিন ও অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে সময়োপযোগী জুটি গড়ে ম্যাচে রাখেন অস্ট্রেলিয়াকে। হেডের সঙ্গে ৮১, গ্রিনের সঙ্গে ৭২ ও অ্যালেক্স ক্যারির সঙ্গে অবিচ্ছিন্ন ৯১ রানের জুটি গড়েন খাজা। নিজেও পান ইংলিশদের বিপক্ষে প্রথম শতকের দেখা।
টেস্ট ক্যারিয়ারে এর আগে ১৫টি সেঞ্চুরি থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে একটা শতকের আক্ষেপ থেকে গিয়েছিল খাজার। তা মেটালেন অ্যাশেজের মঞ্চে। দিনশেষে তিনি অপরাজিত আছেন ১২৬ রানে। ২৭৯ বলের ধৈর্যশীল ইনিংসটি তিনি সাজান ১৪ চার ও দুটি ছক্কার মারে। তৃতীয় দিন তার সঙ্গে ব্যাট করতে নামবেন ৫২ রানে অপরাজিত অ্যালেক্স ক্যারি।
ইংল্যান্ডের পক্ষে স্টুয়ার্ট ব্রড ও মঈন আলি নিয়েছেন দুটি করে উইকেট।
এর আগে প্রথম দিন আট উইকেটে ৩৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ৭৮ ওভারে ৩৯৩/৮ ডিক্লেয়ার (ক্রলি, ৬১, ডাকেট ১২, পোপ ৩১, রুট ১১৮*, ব্রুক ৩২, স্টোকস ১, বেয়ারস্টো ৭৮, মঈন ১৮, ব্রড ১৬, রবিনসন ১৭*; কামিন্স ১৪-০-৫৯-০, হ্যাজেলউড ১৫-১-৬১-২, বোল্যান্ড ১৪-০-৮৬-১, লায়ন ২৯-১-১৪৯-৪, গ্রিন ৬-০-৩২-১)।
অস্ট্রেলিয়া : ৯৪ ওভারে ৩১১/৫ (ওয়ার্নার ৯, খাজা ১২৬* , লাবুশেন ০, স্মিথ ১৬, হেড ৫০, গ্রিন ৩৮, ক্যারি ৫২* ; ব্রড ১৬-৩-৪৯-২, অ্যান্ডারসন ১৫-৫-৩০-০, রবিনসন ১৭-৩-৪৯-০, ব্রুক ৩-১-৫-০, মঈন ২৯-৪-১২৪-২, স্টোকস ৭-০-৩৩-১, রুট ৭-৩-১৫-০ )।