বিশ্বকাপের ধাক্কার পর প্রথম জয়ের দেখা পেল ব্রাজিল
হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে কাতারে আরেকটি বিশ্বকাপ যাত্রা শুরু করে ব্রাজিল। কিন্তু সেই যাত্রাও ব্যর্থ। মরুর দেশ থেকে শূন্য হাতেই ফিরতে হয় সেলেসাওরাদের।
বিশ্বকাপের মঞ্চে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে স্বপ্নভঙ্গের পর মরোক্কোর কাছেও প্রীতি ম্যাচে হারে ব্রাজিল। টানা দুই হারের পর অবশেষে জয়ের দেখা পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রীতি ম্যাচে গিনিকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে সেলেসাওরা।
বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে শনিবার(১৭ জুন) দিবাগত রাতে প্রীতি ম্যাচে গিনিকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের জয়ে গোল করেছেন জোয়েলিনতন, রদ্রিগো, এদের মিলিতাও ও ভিনিসিউস।
মূলত বর্ণবাদ বিরোধী অভিযানে ভিনিসিউস জুনিয়ারের পাশে থাকার জন্য এই ম্যাচগুলো খেলছে ব্রাজিল। এই মিশনে আগামী মঙ্গলবার সেনেগালের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এদিন ম্যাচের ২৭ মিনিটেই জালের দেখা পেয়ে যায় ব্রাজিল। দারুণ শটে গোলটি করেন জোয়েলিনতন। যদিও রেফারি ভিএআরে হ্যান্ডবল চেক করেন। তবে লাভ হয়নি। ব্রাজিলের স্কোরবোর্ডে যোগ হয় এক গোল।
এর তিন মিনিটের মধ্যে আরেকটি গোল খেয়ে যায় গিনি। এবার দুরূহ কোণ থেকে জাল খুঁজে নেন রদ্রিগো। দুই গোলের জবাব দিতে গিয়ে ৩৬ মিনিটে জালের দেখা পায় গিনি। বাইলাইনের একটু উপর থেকে ফরোয়ার্ড গিরাসি অনেকটা লাফিয়ে হেডে স্কোরলাইন ২-১ করেন।
কিন্তু গোল করেও ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল। উল্টো আরও দুটি গোল করে ম্যাচ নিজেদের করে নেয় ব্রাজিল। একটি করেন মিলিতাও। আরেকটি করেন ভিনিসিউস জুনিয়ার। তাতে করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।