মানসিক বাধা কাটাতে পেরে স্বস্তিতে হাথুরুসিংহে
ভরা বর্ষায় এক পশলা বৃষ্টি যতটা স্বস্তি দেয়, বাংলাদেশের জয় ততটাই আনন্দ দেয়। যদি সেটি সাদা পোশাকে হয়, তাহলে উল্লাস বেড়ে যায় বহুগুণ। মেঘের শুভ্রতাকে ছাপিয়ে যাওয়া এক জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলায় আফগানিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া জয়ে অবদান ছিল সবার। যে ছাপিয়ে গেছে আর ১০টা জয়কে।
মাঠের ক্রিকেটে বদলে যাওয়া যে বাংলাদেশ দলকে দেখছে সবাই, মাঠের বাইরে তার কারিগর প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। লঙ্কান এই ভদ্রলোক দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে এসে বদলে দিয়েছেন গোটা দলের মোমেন্টাম। বাংলাদেশ এখন মাঠে নামে জেতার জন্য।
আজ রোববার (১৮ জুন) ম্যাচের পরদিন সংবাদ সম্মেলনে এসে কৃতিত্ব দিলেন পুরো দলকে। সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহে বলেন, ‘জানি না, আপনারা দেখেছেন কি না, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছি, এটি শুধুমাত্র একটি টেস্ট জয় নয়, তার চেয়েও বিশেষ কিছু।’ আমি এটা দিয়ে বুঝিয়েছি আমরা যেভাবে এই ম্যাচের জন্য প্রস্তুত হয়েছি, সব কিছু মিলিয়েই এমন আর আগে কখনও হয়নি।’
সত্যিই তা-ই! আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে যা কিছু হয়েছে, আগে কখনও এমন কিছু হয়নি। ৫৪৬ রানের জয় তো পাঁচ দিনের টেস্টে ৮৯ বছরের মধ্যে সর্বোচ্চ। মুমিনুল হকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি পেলেন নাজমুল হোসেন শান্ত। পেসাররা দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১৪ উইকেট, যা টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ। এত এত অর্জন, সবটাই স্পোর্টিং উইকেটে খেলে।
স্পোর্টিং উইকেট নিয়ে হাথুরু বলেন, ‘আমরা সবুজ উইকেট তৈরি করেছি। উইকেটে গতি ছিল। আমার মনে হয় এই ধরনের উইকেটে খেলে জেতাটা অনেক বড় অর্জন। মিরপুরে সাধারণত ভিন্ন উইকেটে খেলি আমরা। তাই ম্যাচের আগে আমরা কেমন করব, তা নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। তবে আমরা মানসিক বাধা পার করতে পেরেছি।’