আর্জেন্টিনার বিশ্বজয়ের ছয় মাস আজ
১৮ ডিসেম্বর, ২০২২। কালের পাতায় খুব সাধারণ দিন হলেও আর্জেন্টিনা ভক্তদের কাছে দিনটি চিরস্মরণীয়। লিওনেল মেসির অমরত্ব ও আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটে এদিনেই। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনালে কাতারের লুসাইল স্টেডিয়ামে নির্ধারিত সময় ৩-৩ সমতায় শেষ হয়। টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ নিজেদের করে নেয় আর্জেন্টিনা।
১৮ জুন, ২০২৩। কালের পাতায় আরেকটি সাধারণ দিন। কিন্তু, আর্জেন্টাইন সমর্থকদের জন্য আজকের দিনটিও উৎসবকে মনে করিয়ে দেওয়ার দিন। আকাশী-নীলদের বিশ্বজয়ের ছয় মাস পূর্ণ হলো আজ রোববার। তর্কসাপেক্ষে মেসির সর্বকালের সেরা হওয়ার ছয় মাস।
বিশ্বকাপ জয়ের ছয় মাস পূর্তি উপলক্ষে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে বিশ্বকাপের টুকরো টুকরো চিত্র তুলে ধরা হয়েছে। বিশ্বকাপের যাত্রাটাকে একটা রেসিপির সঙ্গে তুলনা করে দেওয়া ভিডিওর ক্যাপশনে লেখা, ‘তৃতীয় তারকার ছয় মাস। অনন্য মেন্যুর অতুলনীয় স্বাদ। চিয়ার্স চ্যাম্পিয়ন।’
কাতার বিশ্বকাপের আগেই ফেভারিট ছিল স্কালোনির শিষ্যরা। কিন্তু, সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হার দিয়ে আসর শুরু করে আলবিসেলেস্তেরা। এরপরের যাত্রাটা মসৃণ না হলেও মেসি ও তার দলের দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে ওঠে তারা।
ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালটা বিশ্বকাপ ইতিহাসেরই সেরা ফাইনাল হিসেবে ধরা হয়। ফুটবল বিশ্বকাপের ফাইনালে এমন নাটকীয়তা আগে দেখেনি কেউ। অপ্রতিরোধ্য আর্জেন্টিনা সেটিও অতিক্রম করে যায়। মেসি পায় অমরত্ব। আর ভক্তরা পায় গলা ছেড়ে গাওয়ার উপলক্ষ।