আর্জেন্টিনা-ইন্দোনেশিয়া ম্যাচ দেখবেন যেভাবে
বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনা যেন আরও অপ্রতিরোধ্য। কাতার বিশ্বকাপের পর খেলা ম্যাচগুলোতে আর্জেন্টিনা দলের পারফরম্যান্স যে কাউকে অবাক করতে বাধ্য। বিশ্বকাপ ঘরে তোলার পর এখনও হারের স্বাদ পায়নি আলবিসেলেস্তারা।
এশিয়া সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর এবার ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ সোমবার (১৯ জুন) ইন্দোনেশিয়ার গোলারো বুং কার্নো স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে অস্ট্রেলিয়ার ম্যাচের মতো এই ম্যাচেও খেলা দেখা নিয়ে বেশ সমস্যায় পড়তে হবে ভক্ত-সমর্থকদের। কারণ বাংলাদেশ-ভারতের কোনো চ্যানেলে দেখা যাবে না খেলা। গত ম্যাচের মতো এই ম্যাচেও সমর্থকদের তাকিয়ে থাকতে হবে অনলাইনে।
ভিউই স্পোর্ট স্ট্রিমিং ও সিবিএস স্পোর্টস গোলজো নেটওয়ার্ক থেকে সরাসরি দেখা যাবে খেলা। ভিউই স্পোর্টসের অ্যাপেও দেখা যাবে খেলা। এ ছাড়া সিবিএস স্পোর্টস গোলজো নেটওয়ার্কের ওয়েবসাইটেও দেখা যাবে খেলা।
তবে, এই ম্যাচে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দেখা যাবে না। কারণ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষেই দেশে ফিরে গেছেন মেসি। মূলত, বিশ্বকাপ শেষে টানা খেলার ওপর রয়েছেন মেসি। যার ফলে, বিশ্রাম নিতেই মেসিকে ছুটি দেওয়া হয়েছে।
এর আগে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ২-০ গোলে দুর্দান্ত জয় পায় আর্জেন্টিনা। বেইজিংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে অসাধারণ এক গোল দিয়ে চীনা ভক্তদের প্রত্যাশা পূরণ করেন এলএম-টেন।