পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
মালেশিয়ার বিপক্ষে জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ ‘এ’ দল। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে নাটকীয় জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল।
আজ মঙ্গলবার (২০ জুন) হংকংয়ের টিন কং রোড রিক্রেয়েশন গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫৯ রান দাঁড় করায় বাংলাদেশ এ দল। জবাবে সব ওভার খেলেও ৪ উইকেট হারিয়ে ৫৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। যার সুবাদে ৬ রানের জয়ে মেগা ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৯ ওভারে। বৃষ্টিস্নাত উইকেটে শুরুতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৪ ও ৫ রানের মাথায় সাথী রানী ও সোবহানা মোস্তারির উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সেই বিপদ আরও দলীয় ৮ রানের মাথায় বাড়ে লতা মন্ডল ও মুর্শিদা খাতুনের বিদায়ে। এরপর স্বর্ণা আক্তার ও দিলারা আক্তারও ফিরে যান দলীয় ১৪ রানের মাথায়। দ্রুতই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তোলার দায়িত্বটা নেন নাহিদা আক্তার ও রাবেয়া খান। এই দুইজনের পার্টনারশিপে কোনোমতে স্কোরবোর্ডে ৫৯ রান দাঁড় করায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে ফাতিমা সানা ৩টি ও আনোশা নাসির ২টি উইকেট নেন।
৬০ রানের ছোট সংগ্রহের বিপরীতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল পাকিস্তান ‘এ’ দল। ওপেনিংয়ে ২৬ রানের জুটি ভাঙে ১৫ বলে ১৮ রান করা আইমান ফাতিমার বিদায়ে। এত ভালো শুরু করেও ছন্দ ধরে রাখতে পারেনি পাকিস্তান। শেষদিকে বাংলাদেশের বোলারদের বোলিং নৈপুণ্যে ৬ রানে হারের স্বাদ পেতে হয় পাকিস্তানকে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল: ৯ ওভারে ৫৯/৭ (সাথী ৪, দিলারা ৪, সোবহানা ০, লতা ০, মুরশিদা ১, স্বর্ণা ৪, রাবেয়া ১০, নাহিদা ২১, সুলতানা ৬; ফাতিমা ২-০-১০-৩, আনোশা ২-০-৬-২, উম্মে ই হানি ১-০-১১-০, সাইদা ২-০-৮-০, তুবা ২-০-২২-১)।
পাকিস্তান ‘এ’ দল: ৯ ওভারে ৫৩/৪ (জুলফিকার ১১, আইমান ১৮, সাদাফ ৮, নাতালিয়া ২, ফাতিমা ১০, সাইদা ৩; মারুফা ২-০-৯-১, সানজিদা ২-০-২০-০, নাহিদা ২-০-৮-১, রাবেয়া ২-০-১৩-২, সুলতানা ১-০-২-০)।
ফল: বাংলাদেশ নারী ‘এ’ দল ৬ রানে জয়ী।