বিবিএ-তে ভর্তি হলেন ক্রিকেটার শান্ত
নাজমুল হোসেন শান্ত—এই নামটির সঙ্গে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এখন বেশ পরিচিত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এ বাঁহাতি ব্যাটার। মাঠের পাশাপাশি এবার পড়াশোনাতেও মনোযোগ দিচ্ছেন শান্ত। একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে বিবিএ অনুষদে ভর্তি হয়েছেন এ ক্রিকেটার।
গতকাল সোমবার (১৯ জুন) বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির ভেরিফায়েড ফেসবুক পেজে শান্তর ভর্তি হওয়ার সময়কার বেশকিছু ছবি প্রকাশ করা হয়। এ সময় শান্তর সঙ্গে দেখা যায় নাহিদ রানা, মিনহাজুল ইসলাম ও আবদুল গাফফারের মতো ক্রিকেটাররদের। শান্তর মতো তারাও বিবিএতে ভর্তি হয়েছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সোহেল আহসান নিপু, সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব সাদিক ইকবাল, সিনিয়র সহকারী রেজিস্ট্রার মশিউর রহমান সহ ভর্তিকৃত খেলোয়াড় ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শান্তকে নিয়ে ফেসবুক পোস্ট করা ছবির ক্যাপশনে লেখা হয়, ‘আমরা নাজমুল হোসেন শান্তর মতো ক্রিকেটারকে ছাত্র হিসেবে পেয়ে গর্বিত। সে ধারাবাহিকভাবে বাংলাদেশ দলকে সাফল্য এনে দিচ্ছে। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আশা করি সে বাংলাদেশকে আরো অনেক ম্যাচ জেতাবে।’
বাংলাদেশ ইউনিভার্সিটি’র ক্রিকেট দলের কোচ এবং সিএসই বিভাগের প্রধান জনাব সাদিক ইকবাল বলেন, ‘শুরু থেকেই আমার টার্গেট ছিলো জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা যাতে বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশুনা শেষ করতে পারে, সেই চেষ্টা করে যাওয়া। এ কাজে আমরা সফল।’