অ্যাশেজে জমে উঠেছে শেষ দিনের নাটক
ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোজা জেতা অস্ট্রেলিয়া অ্যাশেজে এসেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে। পঞ্চম দিনে বৃষ্টির বাঁধায় প্রথম সেশন ভেস্তে যাওয়ার পর মনে হচ্ছিল হয়তো ড্রয়ের দিকে এগোচ্ছে এজবাস্টন টেস্ট। ইংলিশ বোলারদের পাশাপাশি অস্ট্রেলিয়ার ব্যাটারদের দাপটে ড্রয়ের সম্ভাবনা এখন নেই বললেই চলে।
আজ মঙ্গলবার (২০ জুন) এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৭৪ রান। হাতে ছিল সাত উইকেট। তবে, বৃষ্টিতে প্রথম সেশনের খেলা না হওয়ায় দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে দ্রুতই দুই উইকেট হারায় অসিরা। চা বিরতিতে যাওয়ার আগে স্কোরবোর্ডে ১৮৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। শেষ সেশনে জয় পেতে অস্ট্রেলিয়ার আর প্রয়োজন ৯৮ রান। হাতে আছে পাঁচ উইকেট।
দলীয় ১০৭ রানে পঞ্চম দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়া চতুর্থ দিনশেষে অপরাজিত দুই ব্যাটার স্কট বোল্যান্ড ও উসমান খাজার ব্যাটে দেখেশুনে শুরু করে অস্ট্রেলিয়া। তবে, দলীয় ১২১ রানে বোল্যান্ডের উইকেট হারিয়ে চাপ বাড়ায় সফরকারীরা। তার বিদায়ের পর ট্রাভিস হেডকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন খাজা। দলীয় ১৪৩ রানে ফিরে যান হেড।
হেডের বিদায়ে হৃদয় ভেঙে যায় অস্ট্রেলিয়ার সমর্থকদের। কারণ, এরপর যে আর স্বীকৃত ব্যাটসম্যান বলতে এক ক্যামেরুন গ্রিন ছাড়া আর কেউ নেই। সেই গ্রিনকে সঙ্গী করেই দলকে এগিয়ে নেওয়ার কাজ করছেন খাজা। ইতোমধ্যেই চল্লিশ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন এই জুটি। খাজা ৫৬ ও গ্রিন ২২ রানে অপরাজিত আছেন। এখন দেখার বিষয় শেষ সেশনে ৯৮ রান তুলতে পারে কিনা অস্ট্রেলিয়া?